সাত কলেজের শিক্ষার্থীদের ৩ দাবি, না মানলে কঠোর আন্দোলন

১ সপ্তাহে আগে
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এমন অধ্যাদেশ জারি ও বাস্তবায়ন করতে হলে শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাশাপাশি ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের মতানুসারে প্রজ্ঞাপন জারিসহ ৩ দফা দাবিও জানান তারা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব বিষয়ে জানান।

 

এতে বলা হয়, আজ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যখন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া প্রকাশ করা হলো, আমরা আশায় বুক বেঁধেছিলাম। আমরা ভেবেছিলাম, আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, আমাদের আত্মত্যাগ এবং আমাদের স্বপ্নের প্রতিফলন খসড়াতে ঘটতে চলেছে। তবে অত্যন্ত দুঃখ, ক্ষোভ এবং তীব্র হতাশার সঙ্গে আমাদের বলতে হচ্ছে, প্রকাশিত এই খসড়া অধ্যাদেশ আমাদের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে। এটি আমাদের সঙ্গে করা একটি নির্মম প্রহসন ছাড়া আর কিছুই নয়।

 

আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেখে দেয়ার খসড়া প্রস্তাবনার সমালোচনা করে এতে বলা হয়, যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবহেলা, অব্যবস্থাপনা, পরিচয় সংকটে এবং সেশনজটের অভিশাপ থেকে মুক্তি পেতে রাজপথে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন, সেই চলমান সেশনগুলোকেই (২০২০-২১ থেকে ২০২৪-২৫) এই খসড়া অধ্যাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেখে দেয়া হয়েছে। এ যেন এক তামাশা।

 

আরও পড়ুন: জানা গেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার তারিখ

 

আমরা দ্ব্যর্থহীন ভাষায় শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) জানিয়ে দিতে চাই, এই খসড়া একটি বৈষম্যমূলক এবং অবিবেচনাপ্রসূত দলিল। আমরা এই খসড়াকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

 

বিবৃতিতে শিক্ষার্থীরা ৩ দফা দাবি জানান। এরমধ্যে রয়েছে:

 

১. চলমান সকল বর্ষের শিক্ষার্থীদের কোনো শর্ত ছাড়া আত্তীকরণের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে গণ্য করে অধ্যাদেশ জারি করতে হবে।
২. আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গেজেট প্রকাশ করতে হবে।
৩. অধ্যাদেশ জারির ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রশাসন নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে।

 

আরও পড়ুন: শিক্ষকদের আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ করলেন সাত কলেজের শিক্ষার্থীরা

 

বিবৃতিতে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় খসড়া সংশোধন না করলে ও দাবি না মানলে শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে এই অধ্যাদেশ জারি এবং তা কার্যকর করতে হবে বলেও হুঁশিয়ার করেন শিক্ষার্থীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন