সাজেকে নিহত রিংকীর মরদেহ যাবে গাইবান্ধা, খুবিতে বন্ধ ক্লাস-পরীক্ষা

৩ সপ্তাহ আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সেশনাল ট্যুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছ। একই সাথে এদিন সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

এছাড়া দুর্ঘটনায় নিহত পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা রিংকীর মরদেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তার বাড়ি গাইবান্ধায় নেয়া হবে। বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদাত এসব তথ্য জানান।

 

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সেশনাল ট্যুরের সময় সাজেক যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা রিংকী নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোছাঃ রুবিনা আফসানা রিংকীর আত্মার মাগফিরাত কামনা করছি। দুর্ঘটনায় নিহত রুবিনা আফসানা রিংকির মরদেহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের বাড়ি গাইবান্ধায় নেয়া হবে। এই দুর্ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদেরকে দ্রুত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয়েছে। তিনজনকে বর্তমানে চট্টগ্রামে স্থানান্তর করা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য।’

 

আরও পড়ুন: সাজেকে শিক্ষার্থীর মৃত্যু, দূরের সেশনাল ট্যুর স্থগিত করল খুবি

 

এই শোকাবহ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। আগামীকাল বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি এবং বান্দরবানের সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ছাত্রদের সঙ্গে শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। আমি এবং আমার সহকারী পরিচালকসহ আমরা খাগড়াছড়ির পথে।

 

আরও পড়ুন: ‘জেদ করো না, আমার ভালোবাসার চিহ্ন এঁকে দেবই’, ছাত্রীকে খুবির অধ্যাপক

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদসহ সকল উপাসনালয়ে নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন তিনি। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন