কোচ হিসেবে আজ সাঙ্গাকারার নাম নিশ্চিত করেছে রাজস্থান। হিন্দুস্থান টাইম জানিয়েছে, কোচের পাশাপাশি ক্রিকেট অব ডিরেক্টরের ভূমিকাও পালন করবেন তিনি। ক্রিকেট অব ডিরেক্টর হওয়ার আগে, অর্থাৎ দ্রাবিড় কোচ হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনিই ছিলেন রাজস্থানের কোচ।
গত দুই মৌসুম ধরে ব্যর্থতার মধ্যে দিয়ে যেতে থাকা রাজস্থান কাঠামোগত পরিবর্তনে উদ্যোগী হয়েছে। সেটার অংশ হিসেবে নতুন কোচের আশায় দ্রাবিড়কে অফার করা হয় আরও বড় দায়িত্ব। কিন্তু ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানো কোচ রাজস্থানকে একেবারে বিদায় বলে দেন। রাজস্থানের কোচ হিসেবে দ্রাবিড়ের অধ্যায় শেষ হয় এক বছর পূর্ণ হওয়ার আগেই।
আরও পড়ুন: আইপিএলের ১০ দলের রিটেইন ও রিলিজ ক্রিকেটারের তালিকা
দ্রাবিড় ২০১২ এবং ২০১৩ সালের আসরে রাজস্থানের অধিনায়ক ছিলেন। আইপিএল ক্যারিয়ারের ১৮৮২ রানের মধ্যে ১৩২৪ রানই রাজস্থানের জার্সিতে। খেলোয়াড়ি জীবনের ইতি টেনে তিনি পরের দুই মৌসুমে দলটির টিম ডিরেক্টর এবং মেন্টর হিসেবে কাজ করেন। তার অধীনে গত মৌসুমে রাজস্থান হয়েছিল নবম। অন্যদিকে সাঙ্গাকারা কোচ হিসেবে রাজস্থানকে একবার ফাইনাল ও একবার প্লেঅফ খেলিয়েছেন।
কোচের দায়িত্ব পেয়ে সাঙ্গাকারা সম্মানিত বোধ করছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রধান কোচ হিসেবে ফিরে আসতে পেরে এবং এই প্রতিভাবান দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত। পাশে একটি শক্তিশালী কোচিং দল পেয়েও আমি আনন্দিত। বিক্রম, ট্রেভর, শেন এবং সিড প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে মূল্যবান অভিজ্ঞতার অধিকারী। আমরা একসঙ্গে খেলোয়াড়দের সর্বোত্তম উপায়ে প্রস্তুত করার দিকে মনোনিবেশ করছি।’
সবশেষ মেয়াদে অধিনায়ক হিসেবে সাঞ্জু স্যামসনকে পেয়েছিলেন সাঙ্গাকারা। সাঙ্গাকারা ২০২৬ সালের আসরকে সামনে রেখে চেন্নাই সুপার কিংসে পাড়ি দিয়েছেন, তার বিনিময়ে চেন্নাই থেকে রাজস্থানে গেছেন রবীন্দ্র জাদেজা ও স্যাম কুরান। রাজস্থানকে এখন নতুন অধিনায়ক ঠিক করতে হবে।

১ সপ্তাহে আগে
৭






Bengali (BD) ·
English (US) ·