মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে এক বার্তায় নৌবাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন।
নৌবাহিনী জানায়, সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি মাছ ধরার ট্রলার সন্দেহজনক গতিবিধি লক্ষ করে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’। তাৎক্ষণিকভাবে নৌবাহিনী জাহাজ মাছ ধরার ট্রলার ‘এফভি কুলসুমা’র নিকট পৌঁছায় এবং এর গতিপথ রোধ করে।
এ সময় ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ২১৪ জন যাত্রীকে আটক করা হয়। যাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে। আটকৃত ব্যক্তিদের সকলেই মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা, বেড়েছে গোয়েন্দা নজরদারি
নৌবাহিনী আরও জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের উদ্দেশে যাত্রা করে। ট্রলারটি মঙ্গলবার ভোররাতে কক্সবাজারের টেকনাফের শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আটকদের সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনে হস্তান্তর করা হয়।