সাক্ষী দিতে না আসায় পুলিশ কর্মকর্তাকে জরিমানা, বেতন বন্ধ

১ সপ্তাহে আগে
বার বার সমন দেয়ার পরও সাক্ষী দিতে আদালতে হাজির না হওয়ায় পুলিশের এসআই জীবন চৌধুরীকে (বিপি নং ৯০১৭১৩০৪৩১) ১০০ টাকা জরিমানা করেছেন বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম এ সাজা দেন। এসময় তাকে ৪৮৫ ধারায় সাজা হিসেবে ১০০ টাকা জরিমানা করা হয় এবং আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে এসে জরিমানা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। 


বিষয়টি নিশ্চিত করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রাকিব মিয়া বলেন, ‘আদালতে সাক্ষী দিতে হাজির না হওয়ায় আদালত অবমাননার দায়ে পুলিশের এসআই জীবন চৌধুরীকে সাজা দেন আদালত। তার বেতন বন্ধের যে নির্দেশনা দেয়া হয়েছিল চাঁদপুরের পুলিশ সুপারকে সেটি কার্যকর করে বিষয়টি আদালতকে অবহিত করেছেন তিনি। বর্তমানে তার কর্মস্থলে বেতন বন্ধ রয়েছে।

আরও পড়ুন: দুই জেলায় নতুন পুলিশ সুপার

এর আগে গত ১৯ মার্চ আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তার বেতন বন্ধ করে দেয়ার জন্য চাঁদপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়। তাকে ৮ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু ধার্য তারিখেও এসআই জীবন চৌধুরী হাজিরা দিতে না আসায় তাকে সাজা দেন আদালত।


উল্লেখ্য, এসআই জীবন চৌধুরী বর্তমানে চাঁদপুরের মতলব থানায় কর্মরত আছেন। এরআগে তিনি বান্দরবান জেলা ডিবিতে কর্মরত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন