সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী

৪ সপ্তাহ আগে
সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের সাতজন কৃতী শিক্ষার্থী। খুলনা বিশ্ববিদ্যালয় ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গত মার্চে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় এই এক্সচেঞ্জ প্রোগ্রামটি বাস্তবায়িত হচ্ছে।

দলটির নেতৃত্ব দিচ্ছেন ইসিই ডিসিপ্লিনের অধ্যাপক ড. সোহেল মাহমুদ শের। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন- মাস্টার্স ’২৫ ব্যাচের মো. তৌহিদুল ইসলাম, ইমু খাতুন ও চৈতালী নন্দী এবং ব্যাচেলর ’২২ ব্যাচের মো. সবুজ আলী, অন্তু কুমার গুহ, শাওন ইসলাম ও অমিত বালা।


আগামী ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তারা জাপানে অবস্থানকালে ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ল্যাব ভিজিট, ওয়ার্কশপ, সেমিনার ও বিভিন্ন ইন্ডাস্ট্রি ট্যুরে অংশ নেবেন। সেখানে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অপটিক্যাল কমিউনিকেশনসহ জাপানের সংস্কৃতি ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তারা।


এদিকে রোববার (১৯ অক্টোবর) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। এক্সচেঞ্জ প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন তারা। উপাচার্য ভবিষ্যতে ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামের সুযোগ গ্রহণে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।


আরও পড়ুন: গবেষণায় বিশেষ অবদানে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন খুবির ৪ শিক্ষক


উল্লেখ্য, চলতি বছর বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মোট ১০ জন শিক্ষার্থী বিদেশি বিশ্ববিদ্যালয়ে গমনের সুযোগ পেয়েছেন। শিক্ষার্থীদের এই অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।


সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন