শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মাইনর লিগে মরিসভিলে র্যাপটরসকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আটলান্টা ফায়ার।
আগে ব্যাট করা আটলান্টা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান সংগ্রহ করতে পারে মরিসভিলে।
এই ম্যাচে আটলান্টার হয়ে খেলতে নেমে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন সাকিব। এই বাংলাদেশি ব্যাটার ব্যাট হাতে ১৭ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলার পর ২ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।
আরও পড়ুন: ভারতকে ভয় ধরিয়ে হারল ওমান
আটলান্টা বড় স্কোর পায় স্টিভেন টেইলরের দারুণ ব্যাটিংয়ে। ৬২ বলে ১২ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন যুক্তরাষ্ট্রের এই ব্যাটার। তার ইনিংসে একটি চারো ছিল না। আটলান্টার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করার পথে সাকিব ৩টি চার ও ১টি ছক্কা হাঁকান। এছাড়া জাহমার নেভিল হ্যামিল্টন ২০ বলে ১৯ ও সাগর প্যাটেল ৯ বলে ১২ রান করেন।
মরিসভিলের পক্ষে রিতভিক আপ্পিদি, অর্জুন প্যাটেল, রাজ নান্নান ও অংশ রাই ১টি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে ১১ রান তুলতেই ৬ উইকেট হারায় মরিসভিলে। সানি প্যাটেল ও সাকিব আল হাসান মিলে পাঁচ উইকেট শিকার করেন। প্রথম ছয় ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ৪ রান করেন জর্জ বল্ডউইন।
ছয়ে নামা রাজ নান্নান ও আটে নামা অংশ রাইয়ের জুটিতে সম্মান বাঁচাতে পারলেও জয়ের কোনো সম্ভাবনাও জাগাতে পারেননি।
আরও পড়ুন: দুইশ'র আগেই থামল ভারত, ৮ উইকেট গেলেও ব্যাটিংয়ে নামেননি সূর্য
রাজ ৪০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন। রাজ ৪৯ বলে ১ চারে করেন ২৪ রান।
সানি প্যাটেল ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। সাকিব ও টেইলর নেন ২টি করে উইকেট।