সাকিবকে পেছনে ফেলে মাহমুদউল্লাহর পাশে লিটন

৪ সপ্তাহ আগে
নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি রেকর্ডের হাতছানি নিয়ে ব্যাট করতে নেমেছিলেন লিটন দাস। ওপেনিংয়ে নেমেই ব্যাট হাতে ঝড় তোলেন এই ব্যাটার, এক পর্যায়ে তুলে নেন ফিফটি। আর তাতেই সাকিবকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ফিফটির রেকর্ড গড়েন তিনি। একই দিনে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডে মাহমুদউল্লাহর পাশে বসেন টাইগার অধিনায়ক।

সিরিজ নিশ্চিত হয়েছে আগেই, তাই শেষ ম্যাচটি ছিল নিজেদের সামর্থ্য আরও একবার পরখ করে দেখার। আগের দুই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করায় ব্যাটাররা ব্যাটিং করার সুযোগ পাননি। প্রথম ম্যাচ ৮ উইকেট ও দ্বিতীয় ম্যাচ ৯ উইকেটে জেতে টাইগাররা। তবে সিরিজের শেষ ম্যাচে টাইগার ব্যাটারদের পরখ করে দেখার সুযোগটা করে দেন ডাচ অধিনায়ক এডওয়ার্ডস। 

 

বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট স্টেডিয়ামে টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ডাচ অধিনায়ক। এ দিন পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে নেমেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন লিটন দাস। 

 

আরও পড়ুন: আবারও আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে হারল জিম্বাবুয়ে

 

সিরিজের প্রথম ম্যাচেই সাকিবের পাশে বসেছিলেন লিটন, আজ তাকে ছাড়িয়ে গেলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে ১৩ ফিফটি নিয়ে এতদিন শীর্ষে ছিলেন সাকিব, আজ তাকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করলেন লিটন দাস। 

 

এ দিন বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়েছে একাধিকবার, তবে লিটনের ব্যাট থেকে খেমে থাকেনি। শেষ পর্যন্ত ৪৬ বলে ৭৩ রান করে আউট হন ডানহাতি এই ব্যাটার। ৬টি চার ও ৪টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। আর তাতে আরও একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন টাইগার কাপ্তান। 

 

আরও পড়ুন: বিসিবি নির্বাচনে আগ্রহ নেই লবীর, বিএনপির সমর্থন পাবেন তামিম

 

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ ছক্কা মেরেছেন মোট ৭৭টি। নেদারল্যান্ডসের বিপক্ষে আজ মাঠে নামার আগে লিটনের ছক্কা ছিল ৭৩টি, অর্থাৎ এই রেকর্ডও ভাঙার সুযোগ ছিল তার সামনে। তবে রেকর্ড ভাঙতে না পারলেও মাহমুদউল্লাহর পাশে বসেছেন লিটন, তার ছক্কাও এখন ৭৭টি।  

 

মাহমুদউল্লাহ ৭৭টি ছক্কা মেরেছেন ১৪১ ইনিংসে, আর লিটনের এ পর্যন্ত পৌঁছাতে লেগেছে ১১০ ইনিংস। অন্যদিকে ১৩ ফিফটি করতে সাকিবের লেগেছিল ১২৭ ইনিংস, আর লিটন তাকে ছাড়িয়ে গেলেন ১০৮ ইনিংসেই।

]]>
সম্পূর্ণ পড়ুন