সাকিবকে দলে ফেরানোর বিষয়ে কিছুই জানেন না বিসিবি সভাপতি!

২ সপ্তাহ আগে
গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। এরপর থেকেই আলোচনায় সাকিব। বাংলাদেশ দলের বর্তমান পরিপ্রেক্ষিত বিবেচনায় সাকিবকে দলে ফেরানোর প্রয়োজনীয়তা দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। ৬ মাস আগেও সাকিবের প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে ঢুকতে নিষেধাজ্ঞা দেয়া বিসিবি কর্তারাও এ ব্যাপারে ইতিবাচকতা দেখাচ্ছেন। গুঞ্জন উঠেছে, ক্রিকেট অপারেশন্সের তরফ থেকে সাকিবকে জাতীয় দলে ফিরতে প্রস্তাব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশের মাঠে খেলার মতো পরিস্থিতি নেই তার। অফফর্ম আর বোলিং অ্যাকশনের ত্রুটির কারণে মাঝে সুযোগ মিলেনি দেশের বাইরেও। তবে, সাকিবকে মাঠ থেকে দূরে রাখা সম্ভব হয়নি। বোলিং অ্যাকশন শুধরে এখন খেলে বেড়াচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। দুর্দান্ত পারফর্ম করে আবারও আসছেন নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের নজরে।


সাকিবের গ্লোবাল সুপার লিগে পারফরম্যান্স দেখার পর তার জন্য বোর্ডের দরজা খোলা বলে মন্তব্য করেছিলেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। গতকাল (১৩ জুলাই) দেশের আরেকটি গণমাধ্যম জানিয়েছে, দেশে নিরাপত্তা শঙ্কা থাকলেও দেশের বাইরে সাকিবকে খেলানোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। গণমাধ্যমটি আরও জানিয়েছিল, সাকিবের মেন্টর এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমকে তার সঙ্গে কথাবার্তা বলার দায়িত্ব দেয়া হয়েছে।


আরও পড়ুন: অবসর প্রসঙ্গে ‘মেসির সুর’ সাকিবের কণ্ঠে


বিসিবি পরিচালকদের বরাত দিয়ে গণমাধ্যমটি আরও জানায়, শ্রীলঙ্কা সফর শেষে দলে ফেরার বিষয়ে সাকিবের মতামত জানবেন ফাহিম। প্রতিবেদনে আরও বলা হয়, সাকিব ইতিবাচক থাকলে সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।


তবে, এবার এসব তথ্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন বিসিবি সভাপতি৷ সাকিবের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনাই হয়নি বলে জানিয়েছেন তিনি।


সাকিবের জাতীয় দলে ফেরা সম্পর্কে তিনি বলেন, 'এ ধরনের কোনো কথা আমি শুনিনি। সাধারণত এমন হলে তো বোর্ডে আলোচনা হবে। বোর্ডে এখনও কোনো আলোচনা হয়নি। এই আলোচনাগুলো গেল দুই বছর ধরেই চলছে। তবে ক্রিকেটের বাইরের আলোচনা আমরা এত বেশি করছি না। এই তথ্যটা আসলে গুজব কি–না আমি জানি না। তবে, আমি তো বোর্ডের সভাপতি সেই হিসেবে এটা আমি জানি না।'


আরও পড়ুন: নতুন রেকর্ড গড়লেন সূর্যবংশী, যেখানে আছে দুই বাংলাদেশির নামও


এর আগে গত শনিবার (১২ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু সাকিবের দলে ফেরার প্রসঙ্গে বলেন,  'বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে...।'


গত এক বছর ধরেই সাকিবের দলে ফেরা নিয়ে চরম নাটকীয়তা চলছে। বোলিং অ্যাকশনে সমস্যার সময় বোর্ডের যুক্তি ছিল, শুধু ব্যাটার সাকিবকে তারা দলে দেখেন না। তাই দেশের বাইরেও সুযোগ পাওয়া বন্ধ হয় সাকিবের। ফিরে এসে ভালো পারফর্ম করে আবারও বোর্ডের দরজায় কড়া নাড়ছেন সাকিব। তবে নানা জটিলতার কারণে সেটাকে আদৌ বাস্তবে রূপ দেয়া সম্ভব হবে কি–না, সেটাই চিন্তার বিষয়।

]]>
সম্পূর্ণ পড়ুন