সাকিবকে ছুঁয়ে ফেললেন মোস্তাফিজ

৩ সপ্তাহ আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেয়া ক্রিকেটারদের তালিকায় এতদিন ধরে একক দাপট ছিল সাকিব আল হাসানের। এবার সাকিবের সেই রাজত্বে ভাগ বসালেন মোস্তাফিজুর রহমান। ১২ ম্যাচ কম খেলেই সাকিবকে ছুঁয়ে ফেলেছেন এই পেসার।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১২৯ ম্যাচ খেলে ১৪৯টি উইকেট নিয়েছেন সাকিব। ১১৭ ম্যাচে সাকিবের সমান উইকেটের মালিক হয়েছেন মোস্তাফিজ। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সুপার ফোরের ম্যাচে ৩ উইকেট নিয়ে সাকিবকে ছুঁয়েছেন এই পেসার।  

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে ইতোমধ্যেই বিদায় জানিয়েছেন সাকিব। তাই এই ফরম্যাটে আর উইকেট পাওয়ার সুযোগ নেই তার। সেক্ষেত্রে, এটা অনুমান করাই যায় যে খুব শীঘ্রই টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দেশের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে উঠতে যাচ্ছেন মোস্তাফিজ।

 

আরও পড়ুন: শানাকার ঝোড়ো ইনিংসে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট পাওয়াদের তালিকায় সাকিব-মোস্তাফিজের পরে আছেন তাসকিন আহমেদ। ৮১ ম্যাচে ৯৯ উইকেট এই পেসারের। তালিকায় চারে থাকা শেখ মেহেদীর উইকেট ৬৬ ম্যাচে ৬১টি। পাঁচে থাকা শরিফুল ইসলাম ৫৪ ম্যাচে পেয়েছেন ৫৮ উইকেট। 

]]>
সম্পূর্ণ পড়ুন