সাকিব-তামিমের প্রশ্নে নির্বাচকদের কোর্টে বল ঠেললেন বিসিবি সভাপতি

২ সপ্তাহ আগে
দীর্ঘদিন ধরেই দেশের বাইরে সাকিব আল হাসান। তামিম ইকবাল এনসিএল দিয়ে ক্রিকেটে ফিরেছেন অনেক দিন পর। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনে সাকিব-তামিমের অন্তর্ভুক্তি ইস্যুতে অস্পষ্ট উত্তর দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বল ঠেলে দেন নির্বাচকদের কোর্টে।

বোর্ডের ১৬তম সভাশেষে সিদ্ধান্ত আসে প্রথমবারের মতো নারীদের উইনিং বোনাস চালুর। অনূর্ধ্ব-১৯ এশিয়াকাপ জয়ী দলের প্রত্যেক সদস্যকে ৩ লাখ টাকা বোনাস দেয়ার ঘোষণাও দেন বিসিবি সভাপতি। জানান, বিপিএলের আগে ঢাকা চট্টগ্রাম সিলেটে হবে ট্রফি ট্যুর। চলতি সপ্তাহেই চূড়ান্ত হবে বোর্ডের স্ট্যান্ডিং কমিটি। 

 

শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির জরুরী সভায় উপস্থিত ছিলেন সাত পরিচালক। কোরাম পূরণের জন্য অনলাইনে যুক্ত ছিলেন আরও তিন জন। সিদ্ধান্ত যতটা, তার চাইতে বেশি ধোঁয়াশা। 

 

গেলো কয়েক মাস ধরেই দেশের ক্রিকেটে টক অব দ্যা টাউন সাকিব আল হাসান। এনসিএল দিয়ে আবারো ক্রিকেটে ফিরেছেন তামিমও। কিন্তু মাস দুয়েকের কম সময় বাকি থাকলেও বোর্ড জানেনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ তারা খেলবেন কি না। সভাপতির কণ্ঠে শোনা গেলো সেই পুরানো গানের সুর। 

 

আরও পড়ুন: দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে নাম লেখালেন ভারতীয় ব্যাটার

 

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘যদি কোনো প্লেয়ার রিটায়ার্ট না করে থাকে, সে অবশ্যই সিলেকশনের জন্য অ্যাভেইলেবল। সাকিবের ইস্যুটা ডিফারেন্ট। এটা আসলে নতুন করে কিছু না। তামিমেরটা প্রধান নির্বাচক যে কথা বলেছেন, এখনও কোনও পলিসি নাই। যদি কোনও প্লেয়ার রিটায়ার্ট না করে থাকে, আর যদি নির্বাচকেরা মনে করেন তাকে টিমে দরকার, তখন ওই নির্বাচক কমিটির আসলে সেই প্লেয়ারের সাথে আলাপ করা দরকার।’ 

 

কথা ছিলো এই সভায় চূড়ান্ত হবে স্ট্যান্ডিং কমিটিও। কিন্তু হয়নি সেটাও। এজন্য আরো সপ্তাখানেক সময় নিলেন বিসিবি বস। ‘স্ট্যান্ডিং কমিটি আমাদের একেক জনের তিন-চারটা করে কমিটি, এটা আজকে আলোচনা হয়েছে। আমরা একটা তৈরি করেছি, এটা আমি অনেকবার বলেছি এই সপ্তাহে। কিন্তু এবার এবার এটা কনফার্ম হবে।’ 

 

নতুনত্ব যে একেবারেই নেই তাও নয়। বিপিএলকে আরও আকর্ষণীয় করতে এবারই প্রথমবারের মতো হবে ট্রফি ট্যুর। উইনিং বোনাস পাচ্ছেন নারী ক্রিকেটাররা। বোনাস পাচ্ছেন এশিয়া কাপজয়ী যুবারাও। যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে প্রদান করবে বিসিবি। 

 

আরও পড়ুন: শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতলো আফগানিস্তান

 

বিসিবি সভাপতি বলেন, ‘মিউজিক ফেস্টে ঢাকা-চট্টগ্রাম-সিলেটে ট্রফি ট্যুর হবে একটা। এশিয়া কাপে যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, প্রত্যেক প্লেয়ার, অফিসিয়াল যারা আছে, পুরো স্কোয়াডের প্রত্যেককে আমরা ৩ লাখ টাকা করে প্রাইজমানি ঘোষণা করেছি। মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস।’ 

 

তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর অধিনায়কত্ব নিয়ে কোন আলোচনা হয়নি এই বোর্ড মিটিংয়ে। সিদ্ধান্ত এসেছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর পার্টিসিপেশন মানি কমানোর। আগের বোর্ডের দেয়া সব প্রতিশ্রুতিই রাখবে ফারুক আহমেদের বর্তমান পরিচালনা পর্ষদ।

]]>
সম্পূর্ণ পড়ুন