ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বাংলাদেশ সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হয় সাকিব দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। সিপিএল এলিমিনেটরের এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে অ্যান্টিগা। আন্দ্রিস গাউস ও আমির জাঙ্গোর ফিফটির পাশাপাশি সাকিব আল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে ১৬৬ রানের পুঁজি পায় তারা। জবাবে নিকোলাস পুনার ঝড়ে উড়ে গেছে অ্যান্টিগা। ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স।
প্রভিডেন্সে দারুণ শুরু পায় অ্যান্টিগা। শুরুতেই রাহকিম কর্নওয়ালকে হারালেও আন্দ্রিস গাউস ও আমির জাঙ্গোর ফিফটিতে বড় সংগ্রহের দিকেই এগোতে থাকে তারা। আন্দ্রিস গাউস ৪৫ বলে ৬১ এবং আমির জাঙ্গো করেন ৪৯ বলে ৫৫ রান।
আরও পড়ুন: নতুন স্পন্সর পেলো ভারতীয় ক্রিকেট দল
এই দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর অবশ্য দ্রুত উইকেট হারাতে থাকে অ্যান্টিগা। মাঝে সাকিব আল হাসান খেলেন ৯ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস। যেখানে চারটি চারের পাশাপাশি ছিল একটি ছক্কাও। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৬৬ রানের পুঁজি পায় অ্যান্টিগা। ত্রিনবাগোর হয়ে তিনটি উইকেট পান সৌরভ নেত্রভালকার। দুইটি করে উইকেট পেয়েছেন তারেক ও রাসেল।
জবাবে শুরুতে মুনরোকে হারালেও আর কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় ত্রিনবাগো। ৪০ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন অ্যালেক্স হেলস। আর অ্যান্টিগাকে উড়িয়ে দেয়ার মূল কাজটা করেন নিকোলাস পুরান। ত্রিনবাগোর অধিনায়ক ৫৩ বলে ৯০ রানে অপরাজিত ছিলেন। যেখানে তিনটি চার ও ৮টি ছক্কা ছিল। অ্যান্টিগার হয়ে সাকিব ৩ ওভার বোলিং করে বিনা উইকেটে ২৪ রান দেন।