বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে এ সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হন ৫ জন সাক্ষী।
দুদকের অভিযোগ বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে ঢাকার পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। পরে মোট ৪৭ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা করে দুদক।
গত ৩১ জুলাই এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।
]]>