সাকিব আল হাসানকে টপকে রেকর্ড ভাঙলেন লিটন

২ সপ্তাহ আগে
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (২০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই তানজিদ তামিমের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে সাইফ হাসান এবং লিটন দাসের ৫৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

এই ৫৯ রানের জুটির মধ্যে লিটন দাসের অবদান ছিল ১৬ বলে ২৩ রানের। আর তাতেই ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন লিটন। সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন লিটন দাস। ১২৯ ম্যাচে ১২৭ ইনিংসে ব্যাট করে ২৫৫১ রান করে এ তালিকায় শীর্ষে ছিলেন সাকিব।


অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১৪ ম্যাচে ১১২ ইনিংস ব্যাট করে লিটন দাস রান করেছেন ২৫৫৬। গড় ২৩.৮৮ করে। হাফ সেঞ্চুরি ১৫টি, স্ট্রাইক রেট ১২৬.৫৯। সর্বোচ্চ স্কোর ৮৩।


আরও পড়ুন: সাকিবকে ছুঁয়ে ফেললেন মুস্তাফিজ


সাকিব আল হাসান এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। অন্যদিকে লিটন দাস নিঃসন্দেহে আরও বেশ কয়েক বছর টি-টোয়েন্টি খেলে যাবেন। ততদিনে শুধু নিজেকেই ছাড়িয়ে যাওয়ার পালা তার সামনে।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য লিটনের অবস্থান ১৯তম স্থানে। তার আগে আরও ১৮জন ব্যাটার রয়েছেন। সর্বোচ্চ ৪২৩১ রান নিয়ে শীর্ষে রয়েছেন রোহিত শর্মা।

]]>
সম্পূর্ণ পড়ুন