এই ৫৯ রানের জুটির মধ্যে লিটন দাসের অবদান ছিল ১৬ বলে ২৩ রানের। আর তাতেই ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন লিটন। সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন লিটন দাস। ১২৯ ম্যাচে ১২৭ ইনিংসে ব্যাট করে ২৫৫১ রান করে এ তালিকায় শীর্ষে ছিলেন সাকিব।
অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১৪ ম্যাচে ১১২ ইনিংস ব্যাট করে লিটন দাস রান করেছেন ২৫৫৬। গড় ২৩.৮৮ করে। হাফ সেঞ্চুরি ১৫টি, স্ট্রাইক রেট ১২৬.৫৯। সর্বোচ্চ স্কোর ৮৩।
আরও পড়ুন: সাকিবকে ছুঁয়ে ফেললেন মুস্তাফিজ
সাকিব আল হাসান এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। অন্যদিকে লিটন দাস নিঃসন্দেহে আরও বেশ কয়েক বছর টি-টোয়েন্টি খেলে যাবেন। ততদিনে শুধু নিজেকেই ছাড়িয়ে যাওয়ার পালা তার সামনে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য লিটনের অবস্থান ১৯তম স্থানে। তার আগে আরও ১৮জন ব্যাটার রয়েছেন। সর্বোচ্চ ৪২৩১ রান নিয়ে শীর্ষে রয়েছেন রোহিত শর্মা।