সাইমন টাওফেলের সঙ্গে ৩ বছরের চুক্তি বিসিবির

১ দিন আগে
দেশীয় আম্পায়ারদের প্রশিক্ষণ দেয়ার জন্য অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টাওফেলের সঙ্গে ৩ বছরের চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার (৩০ জুন) বিসিবির বোর্ড সভা শেষে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির কর্তারা।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং ইস্যু নতুন কিছু নয়। প্রায়ই বাজে আম্পায়ারিং করে খেলোয়াড়দের রোষের মুখে পড়েন আম্পায়াররা। এছাড়া বাজে আম্পায়ারিংয়ের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমেও সংবাদের শিরোনাম হয়েছেন বাংলাদেশি আম্পায়াররা। এবার এ বিষয়ে নড়েচড়ে বসেছে বিসিবি।

 

দেশীয় আম্পায়ারদের দক্ষতা বাড়াতে সাইমন টাওফেলের সঙ্গে ৩ বছরের চুক্তি করতে যাচ্ছে বিসিবি। অজি আম্পায়ারের কাজ হবে ১০-১৫ জন আম্পায়ার তৈরি যারা সারাদেশে আম্পায়ারদের উন্নতিতে কাজ করবে।

 

এ প্রসঙ্গে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আলম মিঠু বলেন, ‘সম্প্রতি আমরা আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টাফেলের সঙ্গে যোগাযোগ করেছি। সে নানান দেশের আম্পায়ারদের ‍উন্নতি করতে কাজ করে। এমনকি সে আইসিসির সঙ্গেও কাজ করে। তাঁর সঙ্গে আমরা ৪-৫ মাস—অনেকদিন ধরেই কথা বলছিলাম, এটা এখন অনুমোদন দেয়া হয়েছে বোর্ডে।... সাইমন টাফেলের সঙ্গে আমাদের ৩ বছরের চুক্তি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে কাজ করা হবে। এটা নিয়ে আমরা ১০-১৫ জন আম্পায়ার ট্রেনার তৈরি করব যারা সারাদেশে আম্পায়ারদের উন্নতিতে কাজ করবে।’

 

আরও পড়ুন: বিপিএলের একাদশ আসর ডিসেম্বর-জানুয়ারিতে

 

চুক্তিটা সাইমনের সঙ্গে হলেও এই কাজের জন্য তার প্রতিনিধি দল আসবে। অজি আম্পায়ার নিজেও আসা-যাওয়ার মধ্যে থাকবেন। চুক্তির কথাবার্তা চূড়ান্ত হয়ে গেলেও আনুষ্ঠানিক রূপ দেয়া হয়নি।

 

খেলোয়াড় হিসেবে টাওফেল খুব বেশি বড় নাম না হলেও আম্পায়ার হিসেবে সর্বাধিক সমাদৃত তিনি। ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন টাওফেল। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচবার তিনি আইসিসির আম্পায়ার অব দ্য ইয়ার পুরস্কার জেতেন। এখন পর্যন্ত মোট ৭৪টি টেস্ট, ১৭৪টি ওয়ানডে এবং ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন অজি এই আম্পায়ার। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন