সাইফকে কুপিয়েছে কে, তদন্তে বেরিয়ে এলো হামলাকারীর ছবি

২ সপ্তাহ আগে
ধীরে ধীরে রহস্যের জট খুলতে শুরু করেছে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার। গভীর রাতে ঘটা হামলার ১২ ঘণ্টা না পেরোতেই সাইফকে কোঁপানো হামলাকারীর ছবি প্রকাশ করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, সাইফের বাড়ির এক পরিচারিকার সঙ্গে হামলাকারীর সম্পৃক্ততা রয়েছে। বাড়িতে প্রবেশ করে সাইফকে এলাপাতাড়ি ছয়বার ছুরিকাঘাত করেন হামলাকারী।

 

এ ঘটানার সময় খান পরিবারের সদস্যদের একজন পুলিশকে খবর দেন। অন্যরা হামলাকারীকে অনেক কষ্টে ধরে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। কিন্তু তালাবদ্ধ অবস্থাতেই পালিয়ে যান ওই দুর্বৃত্ত।

 

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটার পর পুলিশকে জানানো হলে ভারতীয় আইন অনুযায়ী মুম্বাই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে অজামিনযোগ্য এফআইআর নথিভুক্ত করেন।

 

স্থানীয় পুলিশের পাশাপাশি মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চ এ হামলার দ্রুত তদন্ত শুরু করে। বাড়ির তিন পরিচারিকাকে জিজ্ঞাসাবাদসহ পরীক্ষা করা হয় সিসিটিভি ফুটেজ। আর সেখানেই তদন্তকারীর চোখে পড়ে এক সন্দেহভাজন হামলাকারীকে।

 

সিসিটিভি ফুটেজে ছয়তলায় সন্দেহভাজন দুর্বৃত্তকারী। ছবি: সংগৃহীত

 

মুম্বাই পুলিশ বলছে, সাইফের বাড়ির ছয়তলাতে সর্বশেষ ওই অভিযুক্তকে দেখা যায়। দ্রুত তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে।

 

আরও পড়ুন: রক্তাক্ত সাইফকে কেন অটোতে হাসপাতালে নেন ছেলে ইব্রাহীম?

 

রাত ২টায় নিজ বাড়িতে দুর্বৃত্তের হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাতের শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। এরপর হামলার শিকার সাইফকে দ্রুত ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে।

 

আরও পড়ুন: আড়াই ঘণ্টা ধরে অপারেশন, কেমন আছেন সাইফ আলি

 

সেখানে সফল অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত সাইফ এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন। আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে অভিনেতার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

]]>
সম্পূর্ণ পড়ুন