সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১ ঘণ্টার অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণার সামগ্রীসহ শখানেক বিজ্ঞপ্তি, বিলবোর্ড সরিয়ে ফেলা হয়।
এসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডর মাহবুবুর রহমান তালুকদার বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখার ধারাবাহিক এই কার্যক্রমে গত কয়েকদিনে রাজধানীতে ৫ শতাধিক অবৈধ ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়েছে। এখনো পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: ৭ দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি থেকে অবৈধ ব্যানার-পোস্টার-বিলবোর্ড সরানোর নির্দেশ
তিনি বলেন, এখন থেকে দেয়াল লিখন ও পোস্টার আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যারাই সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান ব্যতীত যেখানে সেখানে ব্যানার পোস্টার লাগিয়ে শহরকে অপরিচ্ছন্ন করবে, তাদের আইনের আওতায় আনা হবে।
]]>
৩ দিন আগে
৩






Bengali (BD) ·
English (US) ·