বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ওয়েস্টার্ন রেস্তোরাঁ হলরুমে জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ মতবিনিময় সভায় জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির সিরাজুল ইসলাম মতলিব, জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেখ হাসিনাকে কারাগারে রেখে প্রতি ফোঁটা রক্তের বিচার করা হবে: ইসহাক খন্দকার
মতবিনিময় সভা থেকে জানা গেছে, আগামি ২১ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯ টা থেকে জামায়াতের জেলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জামায়তের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। এছাড়াও জামায়াতের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এতে জেলা কর্মী সমাবেশ সফল করতে সবার সহযোগিতা চেয়েছে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলাম।