সাংবাদিকদের সঙ্গে কোহলির ‘উত্তপ্ত’ বাক্য বিনিময়!

২ সপ্তাহ আগে
গাব্বায় ব্রিসবেন টেস্টটা ড্র হলো। বর্ডার গাভাস্কার সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা। পার্থে ভারতের ২৯৫ রানের জয়ের পর অ্যাডিলেডে কর্তৃত্ববাদী জয় পায় অস্ট্রেলিয়া। ১০ উইকেটে জিতে সিরিজে সমতায় ফেরায় স্বাগতিক দল।

বক্সিং ডে টেস্টকে সামনে রেখে দুদলের পরবর্তী গন্তব্য ব্রিসবেন থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরের শহর মেলবোর্ন। ২৬ ডিসেম্বর সিরিজের চতুর্থ এই ম্যাচে মাঠে নামবে দুদল। এই ম্যাচকে সামনে রেখে এরইমধ্যে মেলবোর্নে পৌঁছে গেছে দুদল।


সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, মেলবোর্ন বিমানবন্দরে পৌঁছার পর অজি পেসার স্কট বোল্যান্ডের সাক্ষাৎকার নিচ্ছিলেন এক সাংবাদিক। পরিবার নিয়ে পাশ দিয়েই যাচ্ছিলেন বিরাট কোহলি। ক্যামেরাম্যান তার দিকে ক্যামেরা তাক করার পর বিষয়টি কোহলির নজরে পড়ে। তখনই কিছুটা ক্ষেপে যান ভারতীয় ব্যাটার।


আরও পড়ুন: হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন


চ্যানেল ৭- এর ওই সাংবাদিকের সঙ্গে কোহলি এরপর কথা বলেন। কিছু একটা বলার পর ফেরার পথে রাগতস্বরে ভারতীয় ব্যাটার বলেন, ‘সন্তানরা সঙ্গে আছে। আমার গোপনীয়তা দরকার। আমার অনুমতি ছাড়া আপনারা ভিডিও করতে পারেন না।’


চ্যানেল ৭- এর প্রতিবেদক বলেছেন, বিষয়টিতে ‍ভুল বোঝাবুঝি হয়েছে। বন্ধ ক্যামেরাগুলো নিজের দিকে তাক করা দেখে কোহলি ভাবেন তার পরিবারের ভিডিও করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন