আন্তর্জাতিক ম্যানস ডে উপলক্ষে গতকাল বুধবার রাতে দুবাইয়ে হয়ে গেল বর্ণিল এক আয়োজন। এতে অংশ নেন এশিয়া অঞ্চলের ১২টি দেশের প্রায় চার শতাধিক পুরুষ। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ৩০ জন উদ্যমী ও সফল ব্যক্তিকে দেয়া হয় ‘ম্যানস অ্যাওয়ার্ড’।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এই তালিকায় স্থান পান সময় টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি। পাশাপাশি পাকিস্তান ও ভারতের আরও দু’জন সাংবাদিককে ‘সাকসেসফুল মিডিয়া পারসোনালিটি’ হিসেবে সম্মাননা জানানো হয়।
আয়োজনে ব্যবস্থাপনার দায়িত্বে ছিল আরব আমিরাতভিত্তিক বাংলাদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ফ্রেন্ডস ভিউ মিডিয়া লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া ব্যক্তিত্ব ড. বো আব্দুল্লাহ। পাশাপাশি ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অতিথিরাও যোগ দেন।
আরও পড়ুন: ঢাকার কলাবাগান থানার ১০ মাদরাসার ১২০ জনকে নিয়ে কোরআন প্রতিযোগিতা
ম্যানস ডে উপলক্ষে পুরুষের জীবনের সংগ্রাম, পরিবার গঠন, শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক অবদান তুলে ধরে একটি বিশেষ ভিডিও প্রতিবেদন প্রদর্শন করা হয়। ভবিষ্যতে পুরুষদের ইতিবাচক ভূমিকা তুলে ধরতে উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এই সম্মাননা বলে আয়োজকরা জানান।
ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, এআই বিশেষজ্ঞ, কনটেন্ট ক্রিয়েটর, সংগীতশিল্পী, পেশাজীবী, সাংবাদিক ও চিত্র নির্মাতা—বিভিন্ন পেশায় অবদান রাখা ৩০ জনকে একে একে প্রদান করা হয় ম্যানস অ্যাওয়ার্ড।
বিদেশি অতিথিদের সামনে পরিবেশন করা হয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও খেলাধুলার নানা গল্প। পাশাপাশি আরব অঞ্চলের সংস্কৃতিও তুলে ধরা হয় ভিন্ন আঙ্গিকে। দুবাই ক্রীক পাড়ে পাঁচ তারকা হোটেল শেরাটনে হওয়া এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের শিল্পীরা।
শীতের শুরুতে এমন জমকালো আয়োজন দর্শকদের মুগ্ধ করে দারুণভাবে।

২ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·