আহত সাংবাদিক নজরুল বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ও ভোরের ডাক পত্রিকার বগুড়া সংবাদদাতা।
আহত নজরুল জানান, রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশনের পশ্চিমপাশে একটি রুটির দোকানে বসে ছিলেন। এসময় ৮-৯ জন দুর্বৃত্ত এসে তাকে টেনে হিঁচড়ে সড়কের পাশে নিয়ে যায়। এরপর লাঠি, গাছের ডাল এবং লোহার পাইপ দিয়ে প্রায় আধাঘণ্টা ধরে এলোপাতাড়ি মারধর করে।
আরও পড়ুন: কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হত্যার হুমকি
নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় দুটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি ছিলেন সাংবাদিক নজরুল। থানার মধ্যেও তার ওপর হামলা হয়েছিল। মব সৃষ্টি করে একজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রেস ক্লাব এবং সাংবাদিক নেতারা প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ‘সন্দেহযুক্ত’ আসামি হিসেবে সাংবাদিককে গ্রেফতার করল পুলিশ
বগুড়ার সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে। দুর্বৃত্তরা যেই হোক, তাদের আইনের আওতায় আনা হবে।
]]>