সাংবাদিক হেনস্তা, আসামি গ্রেফতারের দাবিতে পুলিশ কমিশনারের সঙ্গে গণমাধ্যমকর্মীদের বৈঠক

৩ দিন আগে
সংবাদ প্রকাশের জেরে রংপুরের সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি করপোরেশনে নির্যাতন এবং প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা এবং মারধরের ঘটনায় করা মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে মহানগর পুলিশ কমিশনারে সাথে বৈঠক করেছে গণমাধ্যমকর্মীরা।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মিট দ্যা পুলিশ কমিশনার কার্যালয়ে বৈঠক করেন তারা। এতে রংপুর সাংবাদি ইউনিয়ন- আরপিইউজে, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদকগণ অংশ নেন।

 

এসময় তারা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ উপস্থাপন করে মামলা দেয়া হয়েছে। ঘটনার আট দিন হলেও মাত্র ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সাংবাদিকদের বিরুদ্ধে মব তৈরির চেষ্টা, ফেসবুকে লাইভ করছে, কর্মূসচির নামে সাংবাদিকদের হুমকি ধামকি দিচ্ছে। আসামিরা মিথ্যাচার, অপপ্রচার করে পরিস্থিতি ঘোলাটে করছে।

 

আরও পড়ুন: নাটোরে গণমাধ্যমকর্মীদের ওপর এসপির হামলা, থানায় অভিযোগ

 

সরকারি চাকরিবিধি অমান্য করে রংপুর  সিটি করপোরেশনের কতিপয় কর্মকর্তা-কর্মচারী কর্তৃক নাগরিকদের জিম্মি করে নাগরিক সেবা বন্ধ করে দেয়ার হুমকি দিচ্ছে। মাত্র ৪ জনকে আইওয়াশ বদলি করে দায় সেরেছে সিটি করপোরেশন।  

 

সাংবাদিক নেতারা আগামি ৭ আগস্ট পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির কথা জানান পুলিশ কমিশনারকে।

 

আরও পড়ুন: গণমাধ্যমকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি

 

এসময় রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, বিষয়টি প্রশাসন গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন