অভিযুক্ত শিক্ষার্থী রকিবুল ইসলাম রনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামের রাশেদ মিয়ার ছেলে। আটক দুই শিক্ষক হলেন- যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের আনিসুর রহমানের ছেলে ফয়সাল হোসেন ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্বঘাট গ্রামের নাজমুল হকের ছেলে কামাল হোসেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, সদর উপজেলার আরবপুর দিঘীরপাড়া এলাকায় ওই মাদ্রাসার একটি কক্ষে ১৬ জন ছাত্র থাকে। গত মঙ্গলবার (১৭ জুন) রাতে সবাই ঘুমিয়ে পড়লে শিক্ষার্থী রনি তার এক সহপাঠীকে বলাৎকার করে।
আরও পড়ুন: বিষপান করানো শিশু হোসেইন মারা গেছে
আজ বুধবার (১৮ জুন) বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা রনিকে ধরে পুলিশে দেয়ার চেষ্টা করে। কিন্তু মাদ্রাসার শিক্ষক ফয়সাল হোসেন ও কামাল হোসেন কৌশলে রনিকে হেফাজতে নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। একপর্যায়ে স্থানীয়রা ৯৯৯-এ কল করে ওই দুই শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর স্থানীয় জনতা ও মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে দুই শিক্ষককে আটক করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
]]>