সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান

৩ সপ্তাহ আগে
ফয়সালাবাদে মঙ্গলবার (৪ নভেম্বর) পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডেতে নাটকীয় জয় পায় স্বাগতিকরা। প্রথমে ব্যাট করে ২৬৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। সেই লক্ষ্য তাড়া করতে নেমে একসময় খুব ভালো অবস্থায়ই ছিল পাকিস্তান। মনে হচ্ছিল সহজ জয় নিয়ে মাঠ ছাড়বে তারা। তবে শেষ পর্যন্ত জয় পেয়েছে ঠিকই। তবে জয়টা ছিল কষ্টার্জিত। ২ উইকেট ও ২ বল হাতে রেখে জয় লাভ করে ম্যান ইন গ্রিনরা।

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরে এসেছে ফয়সালাবাদে। প্রর্ত্যাবর্তনের এই দিনে পাকিস্তানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।


দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরু এনে দেন কুইন্টন ডি কক ও লহুয়ান দ্রে প্রিটোরিয়াস। অভিষিক্ত প্রিটোরিয়াস ফিরলে ৯৮ রানের জুটি ভেঙে যায়। পাকিস্তানকে আনন্দ দেন স্পিনার সাইম আইয়ুব। প্রিটোরিয়াস ৬০ বলে ৫৭ রান করেন।


ডি ককও হাঁকান অর্ধশতক। টনি ডি জর্জির সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি। নাসিম শাহর বলে বোল্ড হওয়ার আগে করেন ৭১ বলে ৬৩ রান। ম্যাথু ব্রিটজের ব্যাট থেকে আসে ৫৪ বলে ৪২ রান। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে করবিন বশ করেন ৪০ বলে ৪১ রান। ৪৯.১ ওভারে ২৬৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।


আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ব্রেভিস 


পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙে ৮৭ রান পর, সাইম আইয়ুব ৪২ বলে ৩৯ রানে ফিরলে। আরেক ওপেনার ফখর জামান করেন ৫৭ বলে ৪৫ রান। সফল হতে পারেননি বাবর আজম। ১২ বলে ৭ রান করে আউট হন তিনি। এরপর বড় জুটি গড়ে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। ৯১ রান আসে তাদের জুটিতে। ৭৪ বলে ৫৫ রান করে আউট হন রিজওয়ান।


একটা সময় ২৭ বলে মাত্র ২৩ রান দরকার ছিল পাকিস্তানের। ক্রিজে দুই থিতু ব্যাটসম্যান সালমান ও হুসেইন তালাত। দুজনকে ফিরিয়ে খেলা জমিয়ে দেয় প্রোটিয়াররা। এরপর দ্রুত বিদায় নেন হাসান ও মোহাম্মদ নেওয়াজ। তবে শেষ দিকে শাহিন আফ্রিদি পাকিস্তানকে জয় এনে দেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন