সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৮ কর্মকর্তাকে পদায়ন

১ সপ্তাহে আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আট কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ পদায়ন করা হয়।


আদেশে জানানো হয়, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. ওমর আলীকে রমনা বিভাগে (প্যাট্রল-ধানমন্ডি), তৌফিক আহমেদকে সিটিটিসিতে, শাওন পালিতকে লালবাগ বিভাগে (প্যাট্রল-লালবাগ), মো. রাসেল রানাকে কল্যাণ ও ফোর্স বিভাগে (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস), খান মাহমুদুল হাসানকে গোয়েন্দা বিভাগে, মাহমুদুল হাসানকে ট্রাফিক-উত্তরা বিভাগে (ট্রাফিক-উত্তরা পশ্চিম জোন), অনীশ কীর্ত্তনীয়কে মিরপুর বিভাগে (প্যাট্রল-পল্লবী) ও মো. ফেরদাউছ হোসেনকে মিরপুর বিভাগে (প্যাট্রল-মিরপুর) পদায়ন করা হয়েছে।
 

আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
 

পদায়নকৃত কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

]]>
সম্পূর্ণ পড়ুন