শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে তাপমাত্রার পারদ ৮ ডিগ্রির ঘরে নেমে আসলেও সরেজমিনে দেখা গেছে, সকালে দেখা মিলেছে সূর্যের মুখ। এবং সকাল ৯টার পর থেকে কমতে শুরু করেছে কুয়াশার পরিমাণ। জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ও বিভিন্ন মোড়ে গরম উষ্ণতা পেতে মানুষজনকে রোদের আলোতে অবস্থান নিতে দেখা গেছে।
আরও পড়ুন: শৈত্যপ্রবাহ: কুয়াশা ও শীতে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত
আবহাওয়া অফিস বলছে, ৩০ নভেম্বর সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ০১ ডিসেম্বর সকাল ১০ দশমিক ৫ ডিগ্রি, ০২ ডিসেম্বর ১০ দশমিক ৯ ডিগ্রি, ০৩ ডিসেম্বর ১১ ডিগ্রি, ০৪ ডিসেম্বর ১১ দশমিক ৪ ডিগ্রি, ০৫ ডিসেম্বর ১২ ডিগ্রি, ৬ ডিসেম্বর ১২ দশমিক ৩ ডিগ্রি, ৭ ডিসেম্বর ১২ দশমিক ৫ ডিগ্রি, ৮ ডিসেম্বর ১১ দশমিক ৫ ডিগ্রি, ৯ ডিসেম্বর ১০ দশমিক ৯ ডিগ্রি, ১০ ডিসেম্বর ১৩ দশমিক ৭, ১১ ডিসেম্বর ১২ দশমিক ৮ ডিগ্রি, ১২ ডিসেম্বর ১২ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হলেও আজ শুক্রবার দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, শুক্রবার জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে দেখা গেছে। একই সঙ্গে তাপমাত্রার পারদ ৮ দশমিক ৪ ডিগ্রির ঘরে নেমে আসে। আগামীতে তাপমাত্রা আরও কমে গিয়ে শীতের তীব্রতা বাড়বে বলেও জানান তিনি।