বুধবার (৪ জুন) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার উপস্থিত ছিলেন।
সচিব বলেন, ‘এখন শিক্ষকরা ১০ শতাংশ কন্ট্রিবিউট করেন। কিন্তু এটি যথেষ্ট নয়। সে জন্য আমরা তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসতে চাচ্ছি। যাদের চাকরি কমপক্ষে ১০ বছর বাকি আছে তারাও এটার আওতায় আসতে পারবেন।
আরও পড়ুন: সর্বজনীন পেনশন স্কিম: আরও ১২ ব্যাংকের সঙ্গে সমঝোতা সই
তিনি বলেন, ‘যারা পেনশনের আওতায় আসবেন তাদের আমরা দুটি সুবিধার ব্যবস্থা করছি। একটি হলো তিনি (শিক্ষক) অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে ৩০ শতাংশ নগদ পেয়ে যাবেন। কারণ, অবসরের পর অনেকের অনেক কাজ থাকে: হজে যান, বাড়িঘরের কাজ করেন। প্রতিমাসে যে পেনশন পাবেন সেটা যাতে কোনোক্রমে ৪০ হাজার টাকার কম না হয়। তার যদি কমপক্ষে ১৫ বছর পেনশন লাইফ থাকে, তাহলে ১৫ বছরে তিনি যে টাকা পাবেন এখন তিনি যে টাকা পেতেন সেটার থেকে কোনো ক্রমে কম যাতে না হয়। এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া।’
সিদ্দিক জোবায়ের বলেন, ‘এ ছাড়া আমরা অতিরিক্ত হিসেবে যে জিনিসটা দিচ্ছি, সেটা হলো তাদের স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা। কারণ, অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন। সে জন্য আমরা তাদের স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসতে চাচ্ছি।