পুলিশ অভিযানে আটক যুবকের নাম সোহেল রানা। বিষয়টি নিশ্চিত করেছেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া।
তিনি বলেন, মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে একই উপজেলার পিংনা ইউনিয়নের মৃত রেজাউল করিমের শারীরিক প্রতিবন্ধী ছেলে আব্দুস সাত্তার। তিনি দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করেন। দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় ভিক্ষা করতে গেলে মাদকসেবী বখাটে সোহেল রানা তার কাছে টাকা চান। এ সময় সাত্তার টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে ভিক্ষুককে পিটিয়ে রাস্তায় ফেলে দেন। এক পর্যায়ে তার পকেট থেকে ব্ল্যাট দিয়ে তার একটি কান কেটে ফেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ২২
তার চিৎকারে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় খবর পেয়ে সরিষাবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেল রানাকে আটক করেছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘মাদকসেবী সোহেল রানা নামে এক বখাটে শারীরিক প্রতিবন্ধী এক ভিক্ষুকের কাছে মাদক কেনার জন্য টাকা চায়। সে দিতে অস্বীকার করলে তাকে মারধর করে। এক পর্যায়ে তার একটি কান কেটে দেন। এমন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেল রানাকে আটক করতে সক্ষম হয়েছি। ঘটনায় অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে মামলার দায়ের করা হয়েছে।’