সরাসরি আঘাত হানল ইরানি মিসাইল, ইসরাইলে ট্রেন স্টেশন বন্ধ!

২ সপ্তাহ আগে
ইসরাইলে স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) সকালে আবারও ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান। এতে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে।

ইসরাইলের ইয়েদিওথ আহরোনোথ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিরশেবা পৌর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, কিছুক্ষণ আগে ওই অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে।

 

চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইরানি ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা যায়নি।

 

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। 

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ‘পরমাণু হামলার জবাব দেবে’ শুনেই ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া!

 

ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জরুরি পরিষেবার প্যারামেডিক ভির বেন-জিভ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি হামলার স্থানে ‘ঘন ধোঁয়া এবং গাড়িতে আগুন জ্বলতে দেখেছেন’।

 

তিনি আরও বলেন, ‘একটি ভবন দৃশ্যত ধ্বংস হয়ে গেছে (ইরানের হামলায়) এবং অন্যান্য অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আমরা দুটি পয়েন্ট স্থাপন করেছি এবং ভবন ছেড়ে যাওয়া বাসিন্দাদের পরীক্ষা করছি।’

 

এদিকে ইসরাইলি রেলওয়ে কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বিরশেবাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে শহরের উত্তর স্টেশনটি এখন সাময়িকভাবে বন্ধ রয়েছে।

 

স্টেশনটি তেল আবিব থেকে বিরশেবা-ডিমোনা টার্মিনাস পর্যন্ত আন্তঃনগর লাইনের অংশ।

 

আরও পড়ুন: রাশিয়ার হামলায় মার্কিন নাগরিকসহ নিহত বেড়ে ২৮

 

সূত্র: আল জাজিরা
 

]]>
সম্পূর্ণ পড়ুন