সরকারি মনোগ্রাম লাগানো গাড়িতে মদের চালান, খুলনায় গ্রেফতার ২

১ সপ্তাহে আগে
খুলনার রূপসা সেতুর টোল প্লাজায় চেকপোস্টে একটি সাদা প্রাইভেটকার থেকে ৮০ বোতল বিদেশি ও দেশি মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গাড়িটির সামনে লেখা ছিল ‘জনপ্রশাসন মন্ত্রণালয়’—সাথে ছিল জাতীয় মনোগ্রামও। গাড়ির ভেতরে থাকা ব্যক্তি ও চালকের আচরণে সন্দেহ হলে সেটি তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়।

খুলনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের একটি দল রূপসা সেতুর পূর্ব প্রান্তে বুধবার (১৪ মে) রাতে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ দুইজনকে আটক করে। 


জব্দকৃত মদের মধ্যে ৩৪ বোতল ছিল বিদেশি ব্র্যান্ডের এবং বাকি ৪৬ বোতল স্থানীয়ভাবে উৎপাদিত কেরু অ্যান্ড কোম্পানির, যা প্লাস্টিক বোতলে রাখা ছিল। আটক ব্যক্তিরা হলেন আব্দুর রহিম শরীফ (৫৩) এবং চালক মো. ওহাব শিকদার (৬০)। আব্দুর রহিমের স্থায়ী ঠিকানা ঝালকাঠির নলছিটি উপজেলায় হলেও বর্তমানে তিনি ঢাকার কামরাঙ্গীরচরে বসবাস করেন। আর চালক ওহাব শিকদার ফরিদপুরের বাসিন্দা হলেও থাকেন ঢাকার লালবাগ এলাকায়।

আরও পড়ুন: ধসে পড়ছে দক্ষিণাঞ্চলের নদীকেন্দ্রিক অর্থনীতি

অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান, আটককৃতরা ঢাকার একটি মাদকচক্রের হয়ে নিয়মিত খুলনায় মদ সরবরাহ করতেন। তারা বিশেষ সংকেতের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর পর গাড়ির নম্বর মিলিয়ে খুলনার কারবারিদের কাছে মদ বুঝিয়ে দিয়ে ফিরে যেতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, এর আগেও তারা একাধিকবার এভাবে মাদক পরিবহন করেছেন।


গ্রেফতারের পর আব্দুর রহিমের মোবাইল ফোনে ‘জামাল’ নামের একজন একাধিকবার হোয়াটসঅ্যাপে কল করেন। তবে আব্দুর রহিম দাবি করেছেন, তিনি এ নামে কাউকে চেনেন না।


অভিযুক্ত চালক ওহাব শিকদার জানান, তিনি একজন অবসরপ্রাপ্ত সচিবের গাড়ির চালক ছিলেন। সচিবের নাম রাশেদ খান, যিনি মানিকগঞ্জের বাসিন্দা। উদ্ধারকৃত গাড়িটি রাশেদ খানের স্ত্রী রাবেয়া খাতুনের নামে, যিনি একজন স্কুল শিক্ষিকা।

]]>
সম্পূর্ণ পড়ুন