সরকারি দল হিসেবে সংসদে যাব, মনোনয়ন ফরম সংগ্রহের পর সারজিস

১২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারি দল হিসেবে সংসদে যাবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

রোববার (১৬ নভেম্বর) রাতে এনসিপি থেকে পঞ্চগড়-১ আসনের জন্য মনোনয়ন ফরম উত্তোলনের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

 

সারজিস বলেন, আমরা ইনশাআল্লাহ জনগণের ভোটের মাধ্যমে, ব্যালট বিপ্লবের মধ্যদিয়ে সরকারি দল হিসেবে সংসদে যাবো।

 

পঞ্চগড়-১ আসনের অবস্থা জানিয়ে তিনি বলেন, এই আসনে ক্ষমতার অপব্যবহার আমরা অনেক দিন ধরে দেখে আসছি, বহু মিথ্যা মামলাও দেখেছি। পঞ্চগড়ে জনগণের প্রকৃত নেতা আমরা এখনও পাইনি।

 

তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করতে বলেন, আমরা নির্বাচিত হলে অন্য কোনো রাজনৈতিক দলের কর্মী-সমর্থক, কেউই হেনস্তার শিকার হবেন না। আমাদের দলের কেউ অপরাধ করলে তারও বিচার আমরা নিশ্চিত করব।

 

আরও পড়ুন: নির্বাচনের আগে নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর কেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

 

এদিকে রোববার রাত পর্যন্ত ১১০০টি মনোনয়ন পত্র বিক্রির কথা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আগামী ২১ ও ২২ নভেম্বর মনোনয়ন পত্র সংগ্রহকারীদের ভাইভা নেয়া হবে বলে জানান তিনি।

 

প্রসঙ্গত, পঞ্চগড়-১ আসন থেকে বিএনপি থেকে লড়তে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া ও অটোয়ারী উপজেলা (বোদা পৌরসভার অংশ বাদ) নিয়ে গঠিত।

 

এই আসনে গত ৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়ার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 

]]>
সম্পূর্ণ পড়ুন