সরকারি দফতরে গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল

১ সপ্তাহে আগে
বিভিন্ন দফতরকে নতুন নির্ধারিত ঊর্ধ্বসীমার মধ্যে থেকে যানবাহন কেনার নতুন নির্দেশনা দিয়েছে সরকার।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ-সচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানির জিপ, কার, পিক-আপ (সিঙ্গেল কেবিন/ ডাবল কেবিন) মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, কোস্টার / মিনিবাস (এসি/নন এসি), বাস, ট্রাক, মোটরসাইকেলের বাজার দর (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ) বিবেচনায় নিয়ে সরকারি, সংবিধিবদ্ধ, স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থায় যানবাহন ক্রয়ের ক্ষেত্রে নতুন করে এই মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে।

 

নির্দেশনা অনুযায়ী, সরকারি কর্মচারীদের ব্যবহারের জন্য কার/এসইউভি/ক্রসওভার (অনূর্ধ্ব ১৬০০ সিসি) ৫৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জিপ গাড়ির (অনূর্ধ্ব ২৭০০ সিসি) মূল্যসীমা ১ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা করা হয়েছে। এসব গাড়ি মূলত গ্রেড-১ ও গ্রেড-২ পর্যায়ের কর্মকর্তাদের জন্য কেনা হয়।

 

আরও পড়ুন: ৬ দেশ থেকে পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার, ব্যয় কত?

 

গ্রেড-৩ বা তার নিচের কর্মকর্তাদের ক্ষেত্রে জিপ গাড়ির (অনূর্ধ্ব ২০০০ সিসি) মূল্যসীমা ৬৫ লাখ টাকা রাখা হয়েছে। এছাড়া, সিঙ্গেল কেবিন পিকআপের (অনূর্ধ্ব ২৫০০ সিসি) মূল্যসীমা ৫২ লাখ টাকা ও ডাবল কেবিন পিকআপের (অনূর্ধ্ব ২৫০০ সিসি) মূল্যসীমা রাখা হয়েছে ৮৬ লাখ টাকা।

 

মাইক্রোবাস (অনূর্ধ্ব ২৭০০ সিসি) ও অ্যাম্বুলেন্সের (অনূর্ধ্ব ২৫০০ সিসি) মূল্যসীমা রাখা হয়েছে যথাক্রমে ৫২ লাখ ও ৫৪ লাখ টাকা। এছাড়া কোস্টার/মিনিবাস (এসি, অনূর্ধ্ব ৪২০০ সিসি) কেনার সর্বোচ্চ মূল্যসীমা ৮০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

আর মিনিবাস (নন এসি, অনূর্ধ্ব ৩৮০০ সিসি) ৪৫ লাখ টাকা ও বাস (বড়, নন এসি অনূর্ধ্ব ৫৮৮৩ সিসি) কেনা যাবে সর্বোচ্চ ৫৮ লাখ ২০ হাজার টাকায়।

 

এদিকে, ৫ টনের ট্রাকের মূল্যসীমা ৪৭ লাখ ১০ হাজার টাকা ও ৩ টনের ট্রাক ৪২ লাখ টাকা করা হয়েছে। এছাড়া মোটরসাইকেল (অনূর্ধ্ব ১২৫ সিসি) কেনার সর্বোচ্চ মূল্য ১ লাখ ৯৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন