জেন-জি ও শিক্ষার্থীদের নেতৃত্বে সপ্তাহব্যাপী সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। স্থানীয় সময় শনিবার প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্ত সরকারের বিরুদ্ধে সড়কে নামেন শত শত বিক্ষোভকারী। তারা প্রেসিডেন্ট ও সংসদ ভবনের দিকে যেতে চাইলে বাধা দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে পুলিশের সঙ্গে আবারও সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে। তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু অপরাধী ও ভাড়াটে খুনিদের ধরতে তারা ততটা সক্রিয় নয়।’
তারা আরও বলেন, ‘আমরা পরিবর্তন আনতে চাই, যেন আগামী পাঁচ বছরের মধ্যে ১০-১৩ বছর বয়সিদের সড়কে নামতে না হয়। আমাদের সন্তানদের ভালো দেশে বড় করতে চাই।’
গত শনিবার পেরুর পার্লামেন্টে একটি নতুন আইন পাসের জের ধরেই মূলত দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যেখানে বলা হয়েছে, ১৮ বছরের বেশি বয়সিদের কোনো একটি পেনশন প্রদানকারী সংস্থার সঙ্গে বাধ্যতামূলক যুক্ত হতে হবে। দেশটির অনেক তরুণেরই কর্মসংস্থান নিশ্চিত নয় বলে দাবি আন্দোলনকারীদের।
আরও পড়ুন: এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি
তাছাড়াও বোলুয়ার্তে সরকার ও প্রশাসনের কর্তকর্তাদের দুর্নীতি, অর্থনৈতিক অনিশ্চয়তা ও অপরাধপ্রবণতা বৃদ্ধি নিয়েও দেশটির জনগণের মধ্যে আগে থেকেই অসন্তোষ ছিল।
এদিকে, আর্জেন্টিনায় তিন নারীকে হত্যার ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার রাজধানী বুয়েনস আইরেসের সড়কে হত্যার শিকার নারীদের পরিবারের সদস্যদের নেতৃত্বে র্যালি নিয়ে বের হন হাজারো মানুষ। রাজধানীর পাশাপাশি বিভিন্ন প্রদেশেও আন্দোলন করছেন দেশটির সাধারণ মানুষ।
এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়ে, মাদক পাচার নিয়ে দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে ওই তিন নারীকে হত্যার আগে নির্যাতনের তথ্য উঠে এসেছে।
অন্যদিকে, হাঙ্গেরিতে ঐতিহাসিক একটি স্থাপনা সংস্কারকে কেন্দ্র করে সরকারের বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ তুলে শনিবার কমপ্লেক্সের ফটকের বাইরে সমবেত হন বহু মানুষ। রাজধানী বুদাপেস্টের পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই স্থাপনাটিকে দুর্নীতি-অনিয়মের প্রতীক হিসেবে মনে করছেন বিক্ষোভকারীরা। তবে স্থাপনাটি পূর্বপুরুষের বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী।
]]>