সরকার কাজের অগ্রাধিকারে ভুল করছে: মেজর হাফিজ

৪ সপ্তাহ আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘বর্তমান সকারের অনেক দায়িত্ব। তারা কাজের অগ্রাধিকার দিতে ভুল করছে। যে কাজ অবিলম্বে করা দরকার সেটি না করে তারা নানান ধরনের সংস্কার নিয়ে মাথা ঘামাচ্ছে। যেটির দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন লালমোহন ইঞ্জিনিয়ারর্স সোসাইটির আয়োজনে ক্যারিয়ার রোডম্যাপ নামে এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

 

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মেজর হাফিজ বলেন, বর্তমান সরকার দুর্বল সরকার। আমরা তবুও এ সরকারকে সহযোগিতা করব। প্রফেসর ইউনূস এ দেশের গৌরব। তার যদিও অতীতের কোনো অভিজ্ঞতা নেই রাষ্ট্র পরিচালনা করার। আমরা আশা করব তিনি রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ-আলোচনা করে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবেন এবং যতশিগগিরই সম্ভব নির্বাচন দিয়ে অরাজকতার হাত থেকে দেশকে রক্ষা করবেন।


আরও পড়ুন: বিএনপি নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মন খারাপ হয়ে যায়: মেজর হাফিজ

 

দুর্বল ও অনির্বাচিত সরকারের সময় বিশৃঙ্খলা ঘটনা উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা চাইব এ সরকার শক্ত হাতে তাদের দমন করুক। কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে এ জন্য সরকারকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে।

 

আরও পড়ুন: সরকারে টিম সিলেক্টে ভুল করেছেন ড. ইউনূস: মেজর হাফিজ

 

সেমিনারে লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন, উচ্চ শিক্ষা, দক্ষতা উন্নয়ন , বিদেশে শিক্ষা ও উদ্যোক্তা বিষয়ক দিকনির্দেশনা তুলে ধরা হয়। এছাড়া লালমোহন উপজেলার মেডিকেলে ভর্তি সুযোগ পাওয়া শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেয়া হয়।

 

]]>
সম্পূর্ণ পড়ুন