সময়ের আজকের আলোচিত সাত খবর (১৮ সেপ্টেম্বর)

৩ সপ্তাহ আগে
সময় নিউজে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত আলোচিত সাতটি খবর জেনে নিন।

আলোচনার টেবিল থেকে রাজপথে ইসলামি সাত দল


আলোচনার টেবিল ছেড়ে রাজধানীর রাজপথে নামল দেশের সাতটি রাজনৈতিক দল। ইসলামি ঘরানার এসব দলের প্রধান দাবি জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির প্রণয়ন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। কেউ কেউ চান জাতীয় পার্টিসহ আওয়ামী লীগ ঘনিষ্ঠ দলগুলোর ওপর নিষেধাজ্ঞা। আরও জানতে এখানে ক্লিক করুন।


আলোচনা চলা অবস্থায় ইসলামি দলগুলোর কর্মসূচি অহেতুক চাপ সৃষ্টি: মির্জা ফখরুল

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতসহ ইসলামীদলগুলোর কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না। আলোচনা চলছিল, এ অবস্থায় এ ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে একটা অহেতুক চাপ সৃষ্টি করা। আরও জানতে এখানে ক্লিক করুন।

 

ইসলামি দলগুলোর জোটবদ্ধ হওয়া নিয়ে যা বললেন হেফাজত আমির


হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আগামী নির্বাচনে এমন কারো সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে আমাদের পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন। আরও জানতে এখানে ক্লিক করুন।


অমর একুশে গ্রন্থমেলা এবার ডিসেম্বরে

 

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কারণে অমর একুশে গ্রন্থমেলা এবার ডিসেম্বর মাসে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আরও জানতে এখানে ক্লিক করুন।

 

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ইসি সংশ্লিষ্ট দুটি আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন


সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ এই দুটি আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট অর্থসংক্রান্ত কয়েকটি আইন সংস্কারের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। আরও জানতে এখানে ক্লিক করুন।

 

পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সৌদির


পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। এই চুক্তি দুই দেশের কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম এ চুক্তির তথ্য নিশ্চিত করেছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। আরও জানতে এখানে ক্লিক করুন।

 

সিংহাসন হারাল আর্জেন্টিনা, ১১ বছর পর ফিফার শীর্ষে স্পেন


২৯ মাস পর ফিফা র‌্যাঙ্কিংয়ের সিংহাসন হারাল আর্জেন্টিনা। অন্যদিকে দীর্ঘ ১১ বছর পর শীর্ষে ফিরল স্পেন। সেরা দশে ফিরেছে ইতালি, আর একধাপ অবনতি হয়েছে ব্রাজিলের। কোনো উন্নতি হয়নি বাংলাদেশের। আরও জানতে এখানে ক্লিক করুন।

]]>
সম্পূর্ণ পড়ুন