সময় সংবাদে খবর প্রকাশের পর চিকিৎসার ব্যবস্থা হলো সেই বৃদ্ধার

৫ দিন আগে
খুলনা নগরীর খালিশপুরে গোলপার্কের অদূরে লালন গলিতে একটি বাসার সামনে এক সপ্তাহের বেশি সময় ধরে পড়েছিলেন তাসলিমা বেগম নামের এক বৃদ্ধা। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সময় সংবাদ।

প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি চোখে পড়ে স্বেচ্ছাসেবী সংগঠন খুলনা ব্লাড ব্যাংকসহ বিভিন্ন মানবিক মানুষদের। পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তারা। বর্তমানে ব্লাড ব্যাংক এর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। সেবার জন্য ঠিক করে দেয়া হয়েছে একজনকে।


স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ওই নারী ছেলে তুহিনের সাথে নিকটবর্তী রেললাইন সংলগ্ন বস্তিতে ভাড়া থাকতেন। তবে কিছুদিন আগে ছেলে মাকে ফেলে চলে যায়। ভাড়া দিতে না পারায় বস্তির ঘরও ছাড়তে হয় তাকে। কয়েকদিন ধরে স্থানীয়দের দেওয়া সামান্য খাবার খেয়েছেন তিনি। তবে বিভিন্ন রোগ ও মাথার মারাত্মক ক্ষত ক্রমশ ক্ষীণ করে ফেলে তার জীবন শক্তি। বর্তমানে চিকিৎসাধীন থাকলেও শারীরিক অবস্থা খারাপ হয় অপারেশন করা যাচ্ছে না তাকে।


আরও পড়ুন: মানবতার ফেরিওয়ালা সেই ইলিয়াস এখন ক্যানসারে শয্যাশায়ী


এ বিষয়ে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবক মো. আসাদ শেখ বলেন, নাড়ি ছেঁড়া ধন ফেলে গেছে মাকে, রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে আছেন। সময় সংবাদে এমন প্রতিবেদন চোখে পড়ে আমাদের। খোঁজ নিয়ে জানতে পারি রাস্তার পাশে নোংরা পরিবেশে পড়ে আছেন তিনি। আরো খবর পাই তাকে স্থানীয়দের সহযোগিতায় মেডিকেলে আনা হয়েছে। সেখানে এসে দেখি নিচতলার ফ্লোরে অপরিষ্কার অবস্থায় পড়ে আছেন তিনি। তার মাথার ক্ষতস্থান থেকে পোকা বের হচ্ছিল। এমন করুণ পরিস্থিতিতে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন ওই মা।


আমাদের স্বেচ্ছাসেবীরা তাকে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে দেন। মাথার ক্ষতস্থান ড্রেসিং করে পোকা বের করা হয়। বর্তমানে ধাপে ধাপে তার চিকিৎসা চলছে। আমরাও পর্যবেক্ষণে রেখেছি।

]]>
সম্পূর্ণ পড়ুন