ইসলামি শরিয়তের পরিভাষায় কিয়ামত বলা হয় ওই দিনকে, যেদিন সৃষ্টিকুল ধ্বংস হবে, যেদিন লোকেরা তার রবের সামনে দাঁড়াবে। (রুহুল মায়ানি: ৫/১২২)
আরও পড়ুন: কাজা নামাজ জামাতে আদায় করা যাবে?
সময় ক্ষয়ে যাচ্ছে বরফের ন্যায়। বয়ে চলা সময় কখনো ফিরিয়ে আনা যায় না। হাদিসের আলোকে বলা যায়, বয়ে চলা সময় দ্রুত গতিতে চলতে থাকবে কিয়ামতের আগে। মানুষের কাছে বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো আর সপ্তাহ দিনের মতো মনে হবে। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَقَارَبَ الزَّمَانُ فَتَكُونَ السَّنَةُ كَالشَّهْرِ وَيَكُونَ الشَّهْرُ كَالْجُمُعَةِ وَتَكُونَ الْجُمُعَةُ كَالْيَوْمِ وَيَكُونَ الْيَوْمُ كَالسَّاعَةِ
অর্থ: সময় ছোট হয়ে যাওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। এক বছরকে একমাসের সমান মনে হবে। এক মাসকে এক সপ্তাহের সমান মনে হবে। এক সপ্তাহকে একদিনের মত মনে হবে এবং এক দিনকে এক ঘণ্টার সমান মনে হবে। (মুসনাদে আহমাদ ও তিরমিজি)
এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন,
১. সময় ছোট হয়ে যাওয়ার অর্থ হলো-- সময়ের বরকত কমে যাওয়া। আল্লামা ইবনে হাজার আসকালানী (রহ.) বলেন, আমাদের সময়ে এই আলামতটি প্রকাশিত হয়েছে। সময় দ্রুত চলে যাচ্ছে। অথচ আমাদের যুগের আগে এরকম মনে হতো না।
২. কেউ কেউ বলেছেন, ইমাম মাহদীর যুগে এটি সংঘটিত হবে। কেননা তখন মানুষের মাঝে চরম সুখ শান্তি বিরাজ করবে। শান্তি ও আনন্দের মুহূর্তে সময় দীর্ঘ হলেও খাটো মনে হয়। আর দুঃখ কষ্টের মুহূর্তে সময় অল্প হলেও তা অনেক লম্বা মনে হয়।
আরও পড়ুন: মহান আল্লাহর একাত্মবাদের তাৎপর্য
৩. কেউ কেউ বলেছেন, কিয়ামতের আগে প্রকৃতভাবেই সময় ছোট হয়ে যাবে এবং তা দ্রুত চলে যাবে। কিয়ামতের আগে অবশ্যই এমনটি ঘটবে এবং নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী বাস্তবে রূপ নেবে।