সময় টিভির রিপোর্টারের ওপর হামলার নিন্দা খেলাফত মজলিসের

৩ সপ্তাহ আগে
পেশাগত দায়িত্ব পালনকালীন ঢাকা সিএমএম আদালতে সময় টেলিভিশনের সাংবাদিকের ওপর হামলার নিন্দা জানিয়েছেন খেলাফত মজলিস।

রোববার (৭ সেপ্টেম্বর) খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে এই নিন্দা জানান।


প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি ঢাকা সিএমএম আদালতে বিচারকের উপস্থিতিতে সময় টিভির রিপোর্টার আসিফ হোসাইন সিয়ামের উপর এক প্রভাবশালী আইনজীবী কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় তিনি গুরুতর আহত হন। আমি এ ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাচ্ছি।


আরও পড়ুন: আদালতে সাংবাদিকের ওপর হামলার নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের


ড. আহমদ আবদুল কাদের আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের ওপর হামলা শুধু সাংবাদিকতা নয়, বাকস্বাধীনতার ওপরও নগ্ন হস্তক্ষেপ। আমি সরকারকে আদালতসহ সকল ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

]]>
সম্পূর্ণ পড়ুন