রোববার (২১ ডিসেম্বর) হাটহাজারী পৌর সদরের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এর আগে শনিবার সকাল ৬টায় বার্ধক্যজনিতকারণে মৃত্যুবরণ করেন ওই বৃদ্ধ। তিনি উপজেলার মেখল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মরহুম দানা মিয়া সওদাগর বাড়ির মৃত নকশু মিয়ার ছেলে।
জানা যায়, মৃত্যুর আগে বৃদ্ধ সেকান্দর মিয়া তার সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের নামে হেভা করে দেন। এ নিয়ে প্রথম স্ত্রীর সন্তান এবং দ্বিতীয় সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল।
প্রথম স্ত্রীর মেয়ে আয়শা আকতার সাংবাদিকদের বলেন, ‘বাবা আমাদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করে সব তার দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের দিয়ে গেছেন। সম্পত্তি লিখে দেয়ার দাবি জানিয়েছি আমরা। এ কারণে জটিলতা হয়েছে।’
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মুমিন জানান, আলোচনার পর উভয়পক্ষ রোববার মাগরিবের নামাজ শেষে বাবা মরদেহ দাফনে সম্মত হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, দুই পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দেয় পুলিশ। পুলিশ ঘটনাটি জেনে দুই পক্ষকে বুঝিয়ে লাশ দাফনের ব্যবস্থা করে।

৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·