নিহত জাফর বেপারী চর বাজিতপুর গ্রামের লাল মিয়া বেপারীর ছেলে এবং সিরাজুল হাওলাদার একই গ্রামের হামেদ আলী হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, এ ঘটনার সঙ্গে জড়িত মানবপাচারকারী চক্রের অন্যতম সদস্য একই গ্রামের চান্দু সরদারের ছেলে লোকমান সরদার। ঘটনার পর থেকেই তিনি পলাতক।
জানা যায়, ভাগ্যের পরিবর্তনের আশায় গত ১ সেপ্টেম্বর বাড়ি ছাড়েন জাফর ও সিরাজুল। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে তারা দালালদের মাধ্যমে লিবিয়ায় পৌঁছান। পরে ১৪ অক্টোবর লিবিয়া উপকূল থেকে ইঞ্জিনচালিত একটি নৌকায় ওঠেন তারা, যেখানে ছিল আরও প্রায় অর্ধশত অভিবাসী। কিন্তু মাঝসাগরে নৌকার তেল শেষ হয়ে গেলে সেটি ভেসে থাকতে থাকে টানা এক সপ্তাহ। তীব্র শীত ও অনাহারে সাগরেই মৃত্যু হয় জাফর, সিরাজুলসহ একাধিক অভিবাসীর।
দালালচক্র প্রথমে বিষয়টি গোপন রাখলেও গত মঙ্গলবার দুই যুবকের মৃত্যুর খবর দেশে পৌঁছালে শোক ও ক্ষোভে ভেঙে পড়েন তাদের স্বজনরা।
নিহত জাফরের বাবা লাল মিয়া বেপারী বলেন, ‘আমার ছেলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। দালাল লোকমান আমাদের কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়েছিল, বলেছিল কোন ঝামেলা ছাড়াই ইতালি পৌঁছে দেবে। কিন্তু সাগরেই শেষ হলো জাফর ও সিরাজুলের জীবন। লোকমান ও তার পরিবারের বিচার চাই।’
আরও পড়ুন: লিবিয়া থেকে ফিরেছে ১৭৪ বাংলাদেশি
প্রতিবেশী শহিদুল ইসলাম বলেন, ‘দালালচক্রের হাত অনেক লম্বা। কঠোর শাস্তি না দিলে এরা আবারও এমন ঘটনা ঘটাবে। মানবপাচার বন্ধ হোক, অবৈধ পথে বিদেশযাত্রায় আর কোনো প্রাণহানি চাই না।’
অভিযুক্ত লোকমান সরদারের পরিবারের সদস্যরা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাবী ঝর্ণা আক্তার বলেন, ‘আমার ভাসুর কোনো দালাল নন। এলাকার অনেকেই ইতালি যাওয়ার কথা বলে তার কাছে এসেছে, কিন্তু তিনি কাউকে পাঠাননি। আসল দালাল অন্য কেউ, লোকমান শুধু তাকে চিনে।’
আরেক ভাবী শাহানা বেগম বলেন, ‘লোকমান ঢাকায় গাড়ি চালান। তিনি এই দালালির সঙ্গে জড়িত নন। এলাকায় কেউ কেউ টাকা নেয়ার আশায় মিথ্যা অভিযোগ করছে।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘ইতালি যাওয়ার পথে লিবিয়ায় দুই যুবকের মৃত্যুর খবর আমরা লোকমুখে শুনেছি। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে লোকমান সরদারের দুই ছেলে সুজন ও সুমন অবৈধভাবে ইতালি পৌঁছায়। এরপর থেকেই এলাকায় প্রভাব বাড়াতে থাকেন লোকমান এবং বহু পরিবারকে “সহজে ইতালি পাঠানোর” প্রলোভন দেখাতে শুরু করেন বলে অভিযোগ স্থানীয়দের।
]]>
২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·