সমুদ্রপথে অস্ট্রেলিয়া যাওয়ার সময় ইন্দোনেশিয়ায় আটক ১৫ বাংলাদেশি

২ সপ্তাহ আগে
সমুদ্র পথে অস্ট্রেলিয়া যাওয়ার সময় ইন্দোনেশিয়ায় আটক হয়েছেন ১৫ বাংলাদেশি। ইন্দোনেশিয়ার সর্বদক্ষিণের প্রদেশ পূর্ব নুসা টেঙ্গারার লোবালাইন জেলার কলোবোলন এলাকার হেনা বিচ থেকে তাদের আটক করে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আগে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য মালয়েশিয়াকে রুট হিসেবে ব্যবহার করত মানব পাচারকারী চক্র। তবে মালয়েশিয়া সরকার সমুদ্রপথে টহল জোরদার করায় রুট পরিবর্তন করেছে তারা। 

 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে লোবালাইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইপতু আনাম নুসচাহিও জানান, জাভা সাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পথে ১৫ অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

 

আরও পড়ুন: কুয়েত / আন্তর্জাতিক অভিবাসী দিবসে বাংলাদেশিদের আইন মেনে চলার তাগিদ

 

পুলিশ জানায়, আটক বাংলাদেশিরা স্বীকার করেছেন যে, বৃহস্পতিবার সকালে একটি কাঠের নৌকায় করে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যাত্রা শুরু করে। পথে হেনা হারবার বন্দরে এক ঘন্টার জন্য বিরতি নিচ্ছিল।

 

বিবৃতি মতে, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার চালকরা পালিয়ে যায়। নৌকায় ১৫ বাংলাদেশিকে পাওয়া যায়। তাদের কাছে পাসপোর্ট বা ভ্রমণের নথিপত্র পাওয়া যায়নি। এরপর তাদের আটক করে পুলিশ।

 

আরও জানানো হয়, নৌকা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য রোটে এনদাও পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়। 

 

আরও পড়ুন: ফের সিআইপি সম্মাননা পেলেন প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা আহমেদ মোত্তাকি

 

এদিকে এ ঘটনার পর অবৈধ পথে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশে রওয়ানা হওয়া আরও অন্তত কয়েক ডজন অভিবাসী বহনকারী নৌকা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে রোটে এনদাও পুলিশ সদর দফতর।

]]>
সম্পূর্ণ পড়ুন