ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সমীরের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে একাধিক অভিযোগ। ওয়াংখেড়ের দাবি, ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ ইচ্ছাকৃতভাবে সমীর ওয়াংখেড়ের খ্যাতিকে রঙিন এবং পক্ষপাতদুষ্টভাবে নষ্ট করার উদ্দেশে তৈরি এবং বাস্তবায়িত করা হয়েছে।
ভারতের দিল্লি হাইকোর্টে দায়ের করা মামলায় অভিনেতা শাহরুখ খান এবং গৌরী খানের মালিকানাধীন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, ওটিটি প্ল্যাটফর্ম, নেটফ্লিক্স এবং অন্যান্যদের বিরুদ্ধে স্থায়ী এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, ঘোষণা এবং ক্ষতিপূরণের প্রকৃতির প্রতিকার চেয়ে মানহানির মামলা দায়ের করা হয়।
রেড চিলিজের নির্মিত এবং নেটফ্লিক্সের সম্প্রচারিত মিথ্যা, বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর ভিডিও টেলিভিশন সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। এটি নির্মাণ করায় প্রযোজকের কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ চান সমীর।
মামলায় উল্লেখ করা হয়েছে, ক্ষতিপূরণের অর্থ ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে দান করা হবে।
১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হয়েছে বলিউড মেগাস্টার শাহরুখ খান পুত্র আরিয়ান খান পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। প্রথম কাজেই ভারতের এনসিবি-র অফিসারকে ব্যঙ্গ করেন এ তারকা সন্তান।
নতুন মুক্তি পাওয়া সিরিজটিতে রয়েছে ভারতের এনসিবি-র অফিসার সমীর ওয়াংখেড়ের চরিত্র।
সিরিজটির প্রথম পর্বেই দেখা যায়, উচ্চস্বরে এক অফিসার পুলিশ জিপ থেকে নেমে মাদকের বিরুদ্ধে যুদ্ধের কথা বলতে শুরু করেন।
আরও পড়ুন: নেটফ্লিক্সে মুক্তি পেল ‘দ্য ব্যাডস অব বলিউড’, প্রথম কাজেই এনসিবি-র অফিসারকে ব্যঙ্গ আরিয়ানের!
এরপর বলিউডের পুরো চলচ্চিত্র শিল্পকে মাদকের সমস্যায় জর্জরিত বলে অভিহিত করেন। তিনি নিজেকে 'মাদকের বিরুদ্ধে যুদ্ধ' এবং 'এনসিজি'-এর অংশ বলে দাবি করেন। সিরিজে ওই অফিসারকে সাদা শার্ট এবং গাঢ় কালো প্যান্ট পরা দেখানো হয়েছে। পাতলা গড়ন ও ছোট চুলের সে অফিসারকে দেখতে ওয়াংখেড়ের মতোই লাগছিলো।
ভিডিওর মন্তব্যের ঘরে এক নেটিজেন লেখেন, ভেবে দেখো, কাকে রোস্ট করছেন আরিয়ান? আরেকজন মজা করে লেখেন, এ ওয়েব সিরিজে ক্যামিও চরিত্রে এনসিবি-র অফিসার সমীর ওয়াংখেড়!
আরও পড়ুন: প্রেক্ষাগৃহে মুক্তির আগেই নিজ দেশে অস্কার দৌড়ে এগিয়ে ‘হোমবাউন্ড’
প্রসঙ্গত, ২০২১ সালের ৩ অক্টোবর শাহরুখপুত্র আরিয়ানকে মাদককাণ্ডে গ্রেফতার করে এনসিবি। ২৫ দিন সংশোধনাগারে থাকার পরে তিনি ছাড়া পান। ২০২২ সালের মে মাসে সব রকমের অভিযোগ থেকে অব্যাহতি পান। সেই ঘটনাই আবার একবার ওয়েব সিরিজে তুলে ধরার চেষ্টা করেন ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর পরিচালক আরিয়ান। আর তাতে সম্পূর্ণ সম্মতি ছিল শাহরুখ ও গৌরি খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’র। এ কারণে ‘মানহানি মামলা’য় বিশাল পরিমাণ অর্থ ক্ষতিপূরণ গুনতে হবে প্রযোজনা সংস্থা তথা খান পরিবারকে।
]]>