গিবসের সমালোচনার জবাব দিতে গিয়ে ব্রেভিস গণমাধ্যমকে বলেন, ‘এটা আমাকে বিরক্ত করে না। ওইসব কিংবদন্তি বা যাই বলুন—তাদের কথা যদি আমি ভাবি, তারা আর এখন খেলেন না। তাই এটা তাদের মন্তব্য, এতে আমার ওপর কোনো প্রভাব পড়ে না। আমি এসব দেখিও না।’
তিনি আরও যোগ করেন, ‘আমি এখানে খেলাটা উপভোগ করছি। যেভাবে ব্যাট করা উচিত, সেভাবেই ব্যাট করছি। আমি পুরোপুরি ঠিক আছি। এসএ২০ হোক বা অন্য কোনো টুর্নামেন্ট, বাইরে থেকে সবসময়ই গুঞ্জন থাকে। বিশ্বকাপ হোক বা যাই হোক, শেষ পর্যন্ত এটা একটা ক্রিকেট ম্যাচই, একটা বল—সাদা বল।’
এর আগে গিবস এক্সে (সাবেক টুইটার) লিখেছিলেন, ‘এই ব্রেভিস ছেলেটাকে কোচরা কী বলছেন জানতে ইচ্ছে করছে। এতগুলো টি–টোয়েন্টি খেলার পরও তার ব্যাটিংয়ে ম্যাচ ম্যানেজমেন্টের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’
আরও পড়ুন: উত্তেজনার মাঝেই ভারতে ম্যাচ পরিচালনা করছেন বাংলাদেশের সৈকত
ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজেও ব্রেভিস সেরা ফর্মে ছিলেন না। সেখানে তার রান ছিল যথাক্রমে ২২, ১৪, ২ ও ৩১। তবে প্রোটিয়াদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স তার পাশে দাঁড়িয়ে শর্ট বলের বিপক্ষে দুর্বলতার আলোচনা উড়িয়ে দেন।
প্রিন্স র্যাপোর্টকে বলেন, ‘আমি মনে করি না দেভাল্ডের (ব্রেভিস) বাউন্সারের বিপক্ষে কোনো টেকনিক্যাল দুর্বলতা আছে। সমস্যাটা হলো—কোন ডেলিভারিটা ছক্কা মারার জন্য বেছে নেবে আর কোনটায় শুধু এক রান নেবে।’
আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন পন্ত
তবে পরোক্ষভাবে তরুণ ব্যাটারের কাছ থেকে আরও ভালো ম্যাচ সচেতনতা প্রত্যাশা করেন প্রিন্স, ‘এটা স্মার্ট ক্রিকেট খেলার ব্যাপার, ভালো ম্যাচ অ্যাওয়ারনেসের ব্যাপার। একটা ভারসাম্য খুঁজে নিতে হবে। যদি ছয় ওভার বাকি থাকতে এসে উইকেট দিয়ে দাও, তাহলে ওই ছয় ওভার নষ্ট হলো—যেখানে তুমি তাদের অনেক ক্ষতি করতে পারতে। এরপর নতুন জুটিকে আবার শূন্য থেকে গতি তুলতে হয়।’
আগামী ১২ জানুয়ারি, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে এমআই কেপ টাউনের বিপক্ষে ম্যাচে ছন্দে ফেরার সুযোগ ব্রেভিসের সামনে।

৪ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·