সমাজ আলোকিত করতে কুষ্টিয়ায় তারুণ্যের সিরাতুন্নবি কনফারেন্স

১ দিন আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে রেডিয়েন্ট সার্কেলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের সিরাতুন্নবি কনফারেন্স ও সাধারণজ্ঞান প্রতিযোগিতা’ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিক্ষা, সেবা ও দাওয়াহ- এই তিন স্তম্ভকে কেন্দ্র করে পরিচালিত হওয়া সংগঠনটির মূল লক্ষ্য তরুণ প্রজন্মের মাঝে দ্বীনের আলো পৌঁছে দেয়া।

মঙ্গলবার (৭ অক্টোবর সকালে তরুণ সমাজকে দ্বীনের পথে নিয়ে আসার ব্রত নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় দুটি গ্রুপে প্রায় ৩ হাজার প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়াসহ এবার এসএসসি পরীক্ষায় মেধা উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিশেষ উপহার দিয়ে উৎসাহিত করা হয়।

 

কনফারেন্সে বক্তারা মহানবি রাসুলুল্লাহ (সা.)-এর তারুণ্যের সময় এবং তার আদর্শের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে বিপথগামী যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে রাসুল (সা.)-এর জীবন ও আদর্শের বিকল্প নেই।

 

আরও পড়ুন: মাটির সবচেয়ে গভীরে যে মসজিদ বিশ্বের বিস্ময়

 

অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আলী, আরবি প্রভাষক মাওলানা নুর মোহাম্মদ বিন হানিফ, প্রিন্সিপাল মুফতি সেকেন্দার আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জুয়েল রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নজরুল ইসলাম নায়েব, হালসা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বকুল আলী, শিক্ষাবিদ রহিদুল ইসলাম, হালসা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু জাফর ও মুহাম্মদ আলী, শিক্ষক মাসুম আহম্মেদ, মুফতি নাজমুস সালিহীন, শিক্ষক বাশার হোসেন এবং মুফতি নাজমুল আরিফীন আজহারী প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিয়েন্ট সার্কেলের পরিচালক মুফতি উমর ফারুক আশিকী।

 

প্রতিযোগিতায় বিজয়ী ছয়জন প্রতিযোগীকে মূল পুরস্কার এবং বাকি ১৪ জন প্রতিযোগীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়া যুবকদের মাঝে যুগোপযোগী তথ্যভিত্তিক ইসলামি বই ও খাবার বিতরণ করা হয়। সার্কেলের পক্ষ থেকে উপস্থিত জনতার সামনে আগামীর পথচলার বাস্তব রূপরেখা তুলে ধরা হয়। পুরো অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে ‘এসো দাওয়াহর আলো ছড়াই, সত্যের পথে জীবন সাজাই’ স্লোগানে।

 

রেডিয়েন্ট সার্কেল একটি অরাজনৈতিক সংগঠন, যা শিক্ষা, সেবা ও দাওয়াহর সমন্বয়ে পরিচালিত হচ্ছে। সংগঠনটির মূল লক্ষ্য- তরুণ প্রজন্মের মাঝে দ্বীনের আলো পৌঁছে দেওয়া এবং তাদের গঠনমূলক জীবনপথে উদ্বুদ্ধ করা। সংগঠনটি নিয়মিতভাবে দাওয়াহ প্রশিক্ষণ, ইসলামিক মাইন্ড সেশন, স্কলারদের কাউন্সেলিং ও রিহ্যাব প্রোগ্রামের মাধ্যমে বিপথগামী যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার কাজ করছে। এ ছাড়া শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নানা উদ্যোগ এবং সমাজে বিরাজমান ফিতনা সম্পর্কে জনসচেতনতা তৈরির কাজ করছে সংগঠনটি।

]]>
সম্পূর্ণ পড়ুন