একদিন আগেই গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। এটি এবারের মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির টানা চতুর্থ হার। এই ম্যাচে ট্রাভিস হেড আউট হয়েছেন মাত্র ৮ রান করে।
ম্যাচের পর ভাইরাল হয়ে গেছে হেডের একটা ভিডিও, যা নিয়ে চলছে তুমুল বিতর্ক। ঘটনা হচ্ছে, হায়দরাবাদের একটি সুপার মার্কেটে নিজের মতো করে গৃহস্থালি জিনিসপত্র কেনাকাটা করছিলেন ৩১ বছর বয়সী হেড। প্রিয় তারকার দেখা পেয়ে ভক্তরা এগিয়ে আসেন তার সঙ্গে সেলফি তুলতে। কিন্তু হায়দরাবাদের এই বিস্ফোরক ওপেনার ছবি তুলতে আপত্তি জানিয়ে তাদের ফিরিয়ে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পরই বিতর্কের শুরু। প্রশ্ন উঠেছে সেলিব্রেটিদের ব্যক্তিগত অবস্থান এবং তাদের গোপনীয়তা নিয়ে।
আরও পড়ুন: ওয়াংখেড়েতে ১০ বছর পর মুম্বাইকে হারাল বেঙ্গালুরু
সেই ভিডিওতে দেখা যায়, একদল সমর্থক তার দেখা পেয়ে অনুসরণ করতে থাকে, মুঠফোন বের করে ভিডিও করা শুরু করে এবং বারবার সেলফি তোলার আবদার করতে থাকে। হেডও অসংখ্যবার ভদ্রোচিতভাবে তাদের 'না' বলেন। কিন্তু সমর্থকরা নাছোড়বান্দা। তারা বারবার অনুরোধ করতে থাকে এবং এক পর্যায়ে হেড বিরক্তি প্রকাশ করলে সেটাকে তারা 'ঔদ্ধত্য' বলে আখ্যায়িত করে।
সেই ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, 'সে খুব বেশি ঔদ্ধত্য দেখাচ্ছে।' ভিডিওটি ইনস্টাগ্রাম এবং এক্সে ছড়িয়ে পড়েছে, তবে ঘটনাটি ঠিক কবেকার তা নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই সমর্থকদের আচরণের সমালোচনা করলেও, কেউ কেউ হেডের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্সে একজন এই ক্রিকেটারের পক্ষ নিয়ে লিখেছেন, 'সানরাইজার্স হায়দরাবাদের সমর্থকরা সেলফির জন্য হেডকে হয়রানি করছে। সমর্থকদের বুখতে হবে যে, এটা খেলোয়াড়দের পছন্দ (ছবি তুলবে কি-না) যদি তারা স্বাচ্ছন্দ্যবোধ না করে।'