সমর্থকদের তোপের মুখে ইনস্টাগ্রামের কমেন্ট বক্স বন্ধ করলেন আরাউহো

৪ দিন আগে
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে ইন্টার মিলানের কাছে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করায় ৭-৬ গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। তবে এ ম্যাচে বার্সেলোনার হারের জন্য সমর্থকেরা দায়ী করছেন রোনাল্ড আরাউহোকে। বার্সা ভক্তদের দাবি, শেষ দুটি গোল হজমের জন্য দায়ী আরাউহো।

মঙ্গলবার (৬ মে) সান সিরোতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে যোগ করা অতিরিক্ত সময়ে সমতায় ফেরে ইন্টার মিলান। নির্ধারিত সময় শেষে ৩-৩ গোলে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়েই গোল করে এগিয়ে যায় ইন্টার। শেষ পর্যন্ত ওই গোলই ব্যবধান গড়ে দেয় ম্যাচের। 

 

ভক্তরা মনে করছেন, শেষ দুই গোল হজমের জন্য দায়ী বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। সে জন্য তার ওপর ক্ষোভ ঝেড়েছেন বার্সেলোনার ভক্তরা। অরাউহোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাজে মন্তব্যও করেছেন তারা। যে কারণে কমেন্ট বক্স বন্ধ করতে বাধ্য হন এই ডিফেন্ডার। 

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একজন লিখেছেন, ‘আরাউহো একজন হাস্যকর মানুষ। আর ঘৃণাও করতে পারছি না। সে যা আছে তাই।’ 

 

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ বন্ধে ২০২৬ বিশ্বকাপে রাশিয়াকে সুযোগ দিতে চান ট্রাম্প!

 

বার্সার আরেক ভক্ত এক্সে লিখেছেন, ‘আমি আশা করি তোমরা এখনই ক্রিস্টেনসেনের প্রশংসা করবে। যদি হ্যান্সি ফ্লিক আরাউহোর পরিবর্তে তাকে সমর্থন করত, তাহলে আমরা এখনই উদযাপন করতাম।’ 

 

ম্যানচেস্টার ইউনাইটেডের এক সমর্থক লিখেছেন, ‘পরপর ইউসিএলে বার্সাকে হারিয়ে দেওয়া আরাউহোর খুবই বাজে কাজ।’ 

 

ইন্টারের বিপক্ষে ম্যাচে ৭৬তম মিনিটে ইনিগো মার্টিনেজের জায়গায় আরাউহোকে মাঠে নামান বার্সা কোচ হান্সি ফ্লিক। এর কারণ হলো, ইনিগো মার্টিনেজের দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার ঝুঁকি ছিল। আরাউহো যখন মাঠে নামেন, তখন ম্যাচের স্কোর ছিল ২-২। যদিও ৮৭তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান রাফিনিয়া। 

 

আরও পড়ুন: সেপ্টেম্বরেই বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে সুলিভান ভাইদের

 

কিন্তু, অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গোল করে ম্যাচের সমতা টানে ইন্টার মিলান। যে কারণে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর ৯৯তম মিনিটে চতুর্থ গোল হজম করে বার্সেলোনা। আর ওই গোলেই ম্যাচ হেরে যায় বার্সা। 

 

খেলার পর অবশ্য আরাউহো নিজেই স্বীকার করেছিলেন যে, তার আরও ভালো করা উচিত ছিল। তিনি বলেন, ‘চতুর্থ গোলে আমি সামনে ছিলাম। তৃতীয় গোলের ক্ষেত্রে আমি স্পষ্টতই ওয়ান-অন-ওয়ানে খুব ভালো এবং আমার আরও ভালো হওয়া উচিত ছিল।’ 

 

‘কিন্তু শেষ পর্যন্ত এটা ফুটবল, যদি তুমি ভালোভাবে কভার করো, তাহলে তুমি বল গুলোকেও দূরে রাখতে পারবে। কিন্তু হ্যাঁ, এটা ফুটবল, তোমাকে মাথা উঁচু করে এগিয়ে যেতে হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন