সময় সংবাদে প্রতিবেদনের পর বরগুনার মানহীন ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু

২ সপ্তাহ আগে
সময় সংবাদে বরগুনার মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীদের ভুল রিপোর্ট প্রদানের সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (১৯ জুন) দিনভর সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। করা হয়েছে জরিমানা। জেলা ব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রক্তে প্লাটিলেটের পরিমাণ নির্ণয় করার জন্য সিবিসি টেস্ট করাতে রোগীরা দ্বারস্থ হন স্থানীয় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এতে একের পর এক ভুল রিপোর্ট আসে। যা ধরা পড়ে চিকিৎসকদের চোখে। এতে বাড়তি টাকা খরচের পাশাপাশি ভোগান্তিতে পড়েন রোগীরা। রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে বিপাকে পড়েন চিকিৎসকরাও।


মানহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীদের টেস্টের ভুল রিপোর্ট প্রদানের বিষয়ে সোমবার সময় টেলিভিশনে সংবাদ প্রচার হয়।


এতে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনভর বরগুনার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় মালিকদের।


বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানান, বরগুনার সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার মান বজায় রাখতে কাজ করছেন তারা। পাশাপাশি প্রশিক্ষণ দিচ্ছেন নার্স ও টেকনোলজিস্টদের।


আরও পড়ুন: সময়ে সংবাদের পর সুনামগঞ্জের সেই পুলিশ কর্মকর্তাকে বদলি


বরগুনার বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ মাহমুদ সুমন বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতির মধ্যে বরগুনার কয়েকটি ক্লিনিকে রোগীদের খারাপ রিপোর্ট আসে। বিষয়টি নিয়ে আমরা সিভিল সার্জনের সঙ্গে মিটিং করি। এরপর আমরা নিজেদের মধ্যে একটি কমিটি করি। এই কমিটির লোকজন প্রতিটি ক্লিনিকে তদারকি করবে। এ কমিটির মাধ্যমে আমরা একটা প্রতিবেদন দাখিল করব। কোনো কোনো ক্লিনিকে কি কি ধরনের ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো আমরা স্বাস্থ্য বিভাগকে অবগত করব। আমরা চাই বরগুনার সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার যথাযথ মান বজায় রেখে সঠিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট প্রদান করুক।’


এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘বরগুনার ডেঙ্গু মহামারীর মধ্যে কোনো ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার যাতে কোনো সুযোগ গ্রহণ না করে এ বিষয়ে আমরা মালিকদের সতর্ক করেছি। তারপরও আমরা দেখছি কিছু কিছু ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার মানহীন রিপোর্ট প্রদান করছে। সেইসব ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এরইমধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ শুরু করেছি।’


এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘বরগুনার বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের আলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হবে। আমরা বরগুনা সদর উপজেলায় অভিযান শুরু করেছি। ক্রমান্বয়ে উপজেলা পর্যায়েও এই অভিযান চলবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন