সময় টিভির সাংবাদিকের ওপর হামলা, ক্ষমা চাইলেন সেই আইনজীবী

৩ সপ্তাহ আগে
বিচারকের সামনে সময় টিভির সাংবাদিককে হামলার অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত আইনজীবী মহিউদ্দিন মাহী।

রোববার (০৭ সেপ্টেম্বর) অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় ট্রাইব্যুনালের শুনানিতে বিনাতর্কে অভিযোগ স্বীকার করে ক্ষমা চান তিনি।

 

এদিন সকালে ঢাকা আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ দাখিল করেন হামলার শিকার সাংবাদিক আসিফ।

 

আরও পড়ুন: সময় টিভির রিপোর্টারের ওপর হামলার নিন্দা খেলাফত মজলিসের

 

অভিযোগ গ্রহণ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। আগামী ১১ সেপ্টেম্বর আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।

 

গত বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিতে বিচারকের সামনে হামলার ঘটনাটি ঘটে। ওইদিন বাংলাদেশ বার কাউন্সিলেও লিখিত অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন