এশিয়া অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে গ্রুপ ‘সি’র ম্যাচে বৃহস্পতিবার (২০ মার্চ) বাহরাইনকে ২-০ গোলে হারিয়েছে জাপান। তাতে এ রাউন্ডে ৩ ম্যাচ বাকি থাকতেই ৬ জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো এশিয়ার জায়ান্টরা।
একই দিন একই গ্রুপের আরেক ম্যাচে ইন্দোনেশিয়াকে ৫-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে আছে অস্ট্রেলিয়াও।
৪৮ দল নিয়ে ‘দ্য গ্রেট শো অন দ্য আর্থে’র আগামী আসর অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। আয়োজক হিসেবে এ তিন দেশ আগেই নিশ্চিত করেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। তাদের সঙ্গে এশিয়া অঞ্চল থেকে বাছাইপর্ব শেষে সরাসরি যোগ দেবে ৮ দেশ। এছাড়া এ অঞ্চল থেকে অন্য একটি দল যোগ দেবে প্লে-অফের মাধ্যমে।
আরও পড়ুন: কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ
আসরে জায়গা নিশ্চিত করতে ২০২৩ সালের অক্টোবর থেকে এশিয়া অঞ্চলের ৪৬টি দেশ বাছাইপর্বের লড়াইয়ে নেমেছিল। প্রথম তিন রাউন্ড শেষে ইতোমধ্যে ২৮ দেশ বাদ পড়েছে। বাকি ১৮ দল তিন গ্রুপে ভাগ হয়ে তৃতীয় রাউন্ডের লড়াইয়ে নেমেছে।
নিয়মানুযায়ী, এ পর্বে প্রতি গ্রুপের সেরা দুই দল সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপে। তৃতীয় ও চতুর্থ সেরা দল চতুর্থ ও পঞ্চম রাউন্ড শেষে বিশ্বকাপের টিকিট পাবে।
আরও পড়ুন: হামজাকে নিয়ে ভারতকে হারানোর আশায় দেশ ছাড়ল বাংলাদেশ দল
তৃতীয় রাউন্ড থেকে ইতোমধ্যে জাপানের টিকিট নিশ্চিত হয়েছে। এ রাউন্ড থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিতের পথে বাকি পাঁচ দলের তালিকায় আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, উজবেকিস্তান ও ইরাক।
]]>