সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের অংশগ্রহণে ফেনীতে শান্তির পদযাত্রা

২ সপ্তাহ আগে
নানা আয়োজনে ফেনীতে বিশ্ব শান্তি দিবস পালিত হয়েছে।

 দিবসটি উপলক্ষে রোববার (২১ সেপ্টেম্বর) সকালে দ্যা হাঙ্গার প্রজেক্টের পিএফজি ও ওয়াইপিএজির আয়োজনে শান্তির পদযাত্রা আয়োজন করা হয়। এতে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধসহ বিভিন্ন কমিউনিটির নেতারা অংশ নেন।


সংঘাত নয়; শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত শান্তির পদযাত্রায় বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।


শান্তি দিবসের তাৎপর্য পাঠ করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনীর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

আরও পড়ুন: নদী ভাঙনে বদলে যাচ্ছে দাগনভূঞার মানচিত্র, ম্যারাথন মানববন্ধনে প্রতিবাদ

শান্তির পদযাত্রাটি শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে মিজান রোড, ট্রাংক রোড, খেজুর চত্বর প্রদক্ষিণ করে।


কর্মসূচিতে ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, সহকারী পুলিশ সুপার রায়হান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট পার্থপাল চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এডভোকেট সমীর কর, জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজী ও সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা, রেড ক্রিসেন্টের সদস্য আনম আবদুর রহীম, এনসিপি সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, বিশিষ্ট চিকিৎসক তবারক উল্লাহ চৌধুরী বায়োজিদ, জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি ফারুক আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মজুমদার রশিদ, এবি পার্টির কেন্দ্রীয় নেতা শাহ আলম বাদল, জেলা সেক্রেটারী ফজলুল হক, গণপরিষদ সেক্রেটারী রেজাউল করিম সুজন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শহীদুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনীর সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম।

]]>
সম্পূর্ণ পড়ুন